|
ক. কাংশা গ্রামে ভারতীয় ছাড়া, সিংগাপুর, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হিন্দু ধর্মাবলম্বীদের দেখা যায়। যদিও তাদের নাগরিকত্ব এক নয়, তবে তাদের ধর্মবিশ্বাস একই। বিভিন্ন ভারতীয় তীর্থযাত্রী গ্রুপে দু'একজন করে নেপালিকেও দেখা যায়। তারা মূলত পথনির্দেশক, অনুবাদক ও বাবুর্চির দায়িত্ব পালন করেন। বুদ্ধিমান ও পরিশ্রমী নেপালিরা হিন্দু ধর্মাবলম্বীদেরকে সেবা দেন। ভারতের তীর্থযাত্রীরা নেপাল অতিক্রম করার সময় তারা সুস্বাদু ভারতীয় খাবার রান্না করেন এবং তীর্থযাত্রার পথে বিভিন্ন সেবা দেন।
খ. হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র হ্রদে পৌঁছানোর পর দুই দিন ধরে হ্রদ প্রদক্ষিণ করেন। তারপর পবিত্র হ্রদে স্নান করে পাপ মোচন করেন। পবিত্র হ্রদের কাছে পুজা করার পর পবিত্র পাহাড়ে প্রার্থনা করেন তারা। পবিত্র পাহাড় প্রদক্ষিণ করতে তাদেরকে ৫৬ কিলোমিটার হাঁটতে হয়। পুরো পাহাড় প্রদক্ষিণ করতে কমপক্ষে তিন দিন লাগে। যাওয়ার পথে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করতে হয়। তবে এসব সমস্যা হিন্দু ধর্মাবলম্বীরা গ্রাহ্য করে না।
ক. আচ্ছা বন্ধুরা, তিব্বতের আলি জেলার সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পর এখন আরেকটি সুন্দর গান শুনবো আমরা। গানের শিরোনাম মালভূমির লাল।
খ. আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা এ সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্নটি জানিয়ে দেই আপনাদেরকে। প্রশ্নটি হলো হেঁটে আলির পবিত্র পাহাড় প্রদক্ষিণ করতে কত দিন লাগে?
ক. প্রশ্নটি আবার বলছি হেঁটে আলির পবিত্র পাহাড় প্রদক্ষিণ করতে কত দিন লাগবে?
খ. আপনারা ইমেলে উত্তর পাঠাতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn। উত্তরের সঙ্গে আপনাদের নাম ও যোগাযোগ বিস্তারিত ঠিকানা লিখবেন, যাতে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |