|
খ. সুন্দর এ গানটি শোনার পর আলি সম্পর্কিত আরও বেশি তথ্য জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আলির খুনশা বিমানবন্দর থেকে ৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে আলি জেলার শিছুয়ানহো উপজেলায় পৌঁছানো যায়। চীনা ভাষায় শিছুয়ানহো'র অর্থ হলো সিংহ ঝরনা নদী। নদীর উত্স কাংদিসি পাহাড়ের উত্তরপশ্চিম দিকে। এ নদীর উত্স এলাকার আকৃতি একটি সিংহের মুখের মতো। এ কারণে নদীকে শিছুয়ানহো বলে ডাকা হয়। চীনের অন্যান্য শহরের স্থাপনার সঙ্গে শিছুয়ানহো উপজেলার স্থাপনার তেমন পার্থক্য নেই। রাস্তার দু'পাশে তিব্বতি জাতি ও হান জাতির ব্যবসায়ীদের দোকান ও রেস্তোরাঁ; বাড়িঘর ও বাসভবন সুশৃঙ্খলভাবে স্থাপিত। যদিও এ উপজেলা খুব বড় নয়, তবে পাহাড়ের ভিতরে অবস্থিত এ ছোট উপজেলা সবার মনে সমৃদ্ধ ও প্রাণচঞ্চল প্রভাব ফেলেছে।
ক. পবিত্র পাহাড় ও হ্রদ থাকার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মাবলম্বীরা আলিতে এসে প্রার্থনা করে। সিআরআই'র সংবাদদাতারা আলির কাংশা গ্রামে ভারতের কয়েক শ' হিন্দু ধর্মাবলম্বীকে দেখতে পান। গ্রামের টেলিফোন স্টেশনে ভারতীয় রাওয়ের সঙ্গে দেখা হয়। একজন সংবাদদাতা হিন্দীতে তাঁর সঙ্গে কথা বলেন। মাতৃভাষা শুনে রাও খুব খুশি হন এবং আন্তরিকভাবে সংবাদদাতার সঙ্গে কথাবার্তা বলেন। তিনি ভারতের মধ্য প্রদেশ থেকে তীর্থযাত্রায় তিব্বতে এসেছেন। জানা গেছে, তাঁদের দলের সদস্য ৬০ জনেরও বেশি, যাদের অধিকাংশ প্রথমবারের মতো আলিতে তীর্থযাত্রায় এসেছেন। ভারতীয় বন্ধুদের তীর্থযাত্রার অভিজ্ঞতা জানার আগে চলুন তিব্বতের আরেকটি সুন্দর গান শোনা যাক।
খ. এ গানের শিরোনাম গেসাং ফুল ফুটেছে। গানের গায়ক তিব্বতি জাতির বিখ্যাত শিল্পী রোংচুংএরচিয়া। গানের কথায় বলা হয়েছে, "আকাশে সুন্দর মেঘ আস্তে আস্তে ভেসে আসছে, তৃণভূমিতে গরু-ছাগল দৌড়াদৌড়ি করছে, দূর থেকে সুন্দর গানের সুরে কানে আসছে, আমার কাছে সবসময় একজন সুন্দরী আসে। গেসাং ফুল ফুটেছে, সুন্দরী তুমি জানো অনেক বছর আগে থেকে আমি তোমাকে ভালোবাসি...।"
ক. প্রিয় বন্ধুরা, সুন্দর গানটি শোনার পর আমরা আলাপ করবো ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের আলিতে তীর্থযাত্রা নিয়ে। তীর্থযাত্রীরা জানান, ভারতে পবিত্র পাহাড় কাংরেনবোছিকে বলা হয় কৈলাস পাহাড়। হিন্দু ধর্মের তিন প্রধান দেবতার অন্যতম শিবের বাসস্থান কৈলাস পাহাড়ে। তাঁর স্ত্রী উমা দেবী প্রতিদিন মাপাংইয়োছুও হ্রদে স্নান করেন। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে, কৈলাস পাহাড় হলো 'বিশ্বের কেন্দ্র'ও 'বহু নদীর উত্স্য'। রাও সংবাদদাতাকে জানান, তাঁদের একবারের তীর্থযাত্রার খরচ প্রায় ১ লাখ রুপি। যদিও এ ভ্রমণে তাঁদের অনেকের সঞ্চিত অর্থের অর্ধেক ব্যয় হচ্ছে,তবু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র হ্রদ ও পবিত্র পাহাড়ে তীর্থযাত্রা একটি খুবই আনন্দের ব্যাপার। তারা মনে করেন, এখানে আসলে তাঁদের ধর্মীয় চেতনা আরও শানিত হয়, তাদের পূণ্য লাভ হয় এবং মৃত্যুর পর তাঁরা স্বর্গলাভ করবেন।
খ. ভারতের বন্ধুদের তীর্থযাত্রার গল্প শোনার পর আমরা এখন আরেকটি সুন্দর গানটি শুনবো। গানের নাম জন্মস্থান,গানের গায়িকাও হান হোং।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |