Web bengali.cri.cn   
তিব্বতের আলি ভ্রমণ
  2012-08-01 19:10:16  cri
এ মাস থেকে আমাদের 'চলুন বেড়িয়ে আসি'র মাসিক কুইজ প্রতিযোগিতা শুরু হবে।

ক. এ কারণে আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিযোগিতা সম্পর্কিত একটি ঘোষণা করে রাখতে চাই। প্রতি সপ্তাহে আমাদের অনুষ্ঠানের বিষয়ের মধ্য থেকে আমরা একটি করে প্রশ্ন রাখবো। এক মাসের সব কটি অনুষ্ঠানের প্রশ্নের মধ্যে যিনি কমপক্ষে তিনটি প্রশ্নের সঠিক উত্তর পাঠাবেন এবং আমাদেরকে ভালো মতামত দেবেন তাদের জন্য থাকবে পুরস্কার। আগামী মাসের শুরুতে আমরা বিজয়ী শ্রোতাবন্ধুদের নামের তালিকা ঘোষণা করবো।

খ. নভেম্বর মাসের শুরুতে আমরা তার আগের তিন মাসের ১৫ জন চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবো এবং যত দ্রুত সম্ভব শ্রোতাদের কাছে পুরস্কার পাঠাবো। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn-এ আপনারা প্রশ্নের জবাব কিংবা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত পাঠাতে পারেন। এভাবে পাঠালে আমরা দ্রুত আপনাদের আপনাদের জবাব ও মতামত পেয়ে যাবো। আর সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা লিখতে ভুলবেন না। বিজয়ীদের কাছে যাতে উপহার পাঠাতে পারি সেজন্য আপনাদের ঠিকানাটা জরুরি।

ক. কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত ঘোষণার পর এখন শুরু করছি আজকের ভ্রমণ। সম্প্রতি সিআরআই'র একটি সাংবাদিক দল তিব্বতের আলি ভ্রমণে গিয়েছিল। আলি হচ্ছে তিব্বতের একটি জেলা। সেখানে বিশ্বের একটি শ্রেষ্ঠ পশু তিব্বতি নীল গাইয়ের বাস। বিমানের জানালা দিয়ে আলির আকাশের দিকে তাকালে, পাহাড় ও মেঘের মধ্যে অবস্থানের অনুভূতি হয়। কালো রঙের আঁকাবাঁকা পাহাড়ি পথ সাদা রঙয়ের মেঘের মধ্যে যেন লুকিয়ে রয়েছে, দশ হাজার মিটার উঁচু আকাশ থেকে যেন ভূপৃষ্ঠের সুন্দর দৃশ্য দেখা যায়। বিশ্বের সবচেয়ে সুন্দর রঙের অন্যতম আকাশের নীল রঙ সবার চোখে পড়ে।

খ. আলিকে বিশ্বের ছাদের ছাদ বলে বর্ণনা করা হয়। এখানকার মালভূমির বৈশিষ্ট্য সবচেয়ে সুন্দর ও রহস্যময়। এ মালভূমিতে পবিত্র পাহাড় কাংরেনবোছিকে 'লাখ লাখ পাহাড়ের পূর্বসূরী' বলে ডাকা হয়। বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীরা এ পাহাড়কে 'বিশ্বের কেন্দ্র' হিসেবে বিবেচনা করে। পাহাড়ের নিচে মাপাম ইউমকো হ্রদ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র হ্রদ। এখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার। উঁচু ভৌগোলিক অবস্থান এবং শীতের কারণে এখানে খুব কম পর্যটক বেড়াতে আসে। তিব্বতের সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে আপনাদের সঙ্গে পরিচয় দেওয়ার আসুন তিব্বত সম্পর্কিত একটি সুন্দর গান শুনে নেওয়া যাক।

ক. এ গানের শিল্পী হান হোং। তিনি তিব্বতি জাতির গায়িকা। তাঁর কণ্ঠ খুব চড়া ও মিষ্টি। এ সুন্দর গানের শিরোনাম 'আকাশ পথ'। এ গানে তিব্বতকে আকাশের পথ বলে বর্ণনা করা হয়েছে কারণ মালভূমির পথ আকাশের মতো উচুঁ স্থানে অবস্থিত। গানের কথা এমন: "ভোরবেলায় আমি সবুজ তৃণভূমিতে দাঁড়িয়ে আছি, আকাশে সুর্যালোকে একটি ঈগল উড়ে যাচ্ছে। সে সুখী মেঘের মতো নীল আকাশ অতিক্রম করে, তিব্বতি জাতির মানুষের জন্য সৌভাগ্য নিয়ে আসে।"


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040