|
এই চলচ্চিত্রের থিম সঙ্গীত খুব মনোরম। সঙ্গীতে এলসা প্রশ্ন করে এবং দাদা উত্তর দেন। গানের কথাও খুব মজার। গানের প্রধান বিষয় হলো:
কেন মুরগি ডিম দেয়?
কারণ ডিম মুরগিতে পরিণত হয়।
কেন প্রেমিক-প্রেমিকা চুমু খায়?
কারণ কপোত কূজন করে।
কেন সুন্দর ফুল ঝরে যায়?
কারণ সেটি খেলার একটি অংশ।
কেন শয়তান এবং বিধাতা উভয়ই বিদ্যমান আছে?
কারণ এর ফলে কৌতুহলী লোকের বলার মতো কিছু থাকে।
কেন কাঠ অগ্নিতে ছাই হয়?
কারণ এর ফলে আমরা কম্বলের মতো উষ্ণতা বোধ করতে পারি।
কেন সমুদ্রের নিম্ন জোয়ার আছে?
কারণ এর ফলে মানুষ বলতে পারে যে, আরো বেশি উচুঁ করো।
কেন নেকড়ে ছাগল খায়?
কারণ নেকড়েগুলো খাবার খেতে চায়।
কেন সময় এত তাড়াতাড়ি চলে যায়?
কারণ বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে যায়।
প্রিয় শ্রোতা, এখন আমার সঙ্গে এ চলচ্চিত্রের থিম সঙ্গীত শুনবো। সঙ্গীতের নাম 'le papillon লে পাপিলোন', অর্থাত্ the butterfly দ্য বাটারফ্লাই।
চলচ্চিত্রের শেষে এলসা ইসাবেলেকে মুক্তি দিয়েছে। সে জুলিয়েনকে বলে, আমার মার নাম ইসাবেলে।
এলসার কথা শুনে জুলিয়েন স্মিত হাস্য নিয়ে এলসাকে বলেন, তাহলে আমরা দু'জনই 'ইসাবেলেকে' খুঁজেছি।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |