Web bengali.cri.cn   
প্রজাপতি
  2012-07-12 15:58:36  cri

আকস্মিক ঝড়-বৃষ্টির কারণে দাদা জুলিয়েন এবং এলসা একজন কৃষকের বাড়িতে রাত কাটাতে বাধ্য হন। রাতে কৃষকের পরিবারের সকল সদস্য কৃষকের জন্য তাঁর ৪৩ বছর বয়সের জন্মদিন উদযাপন করেন। কৃষককে দাদা জুলিয়েন প্রজাপতি সংগ্রহের কারণ বলেন।

জুলিয়েনের একজন ছেলে ছিলেন। হঠাত্ একদিন সে বিষন্নতার রোগে আক্রান্ত হন। চিকিত্সক বলেন, তাঁর ছেলের রোগের অবস্থা খুব গুরুতর এবং তাকে চিরদিন হাসপাতালে থাকতে হবে। একদিন ছেলে জুলিয়েনের কাছে তাকে একটি প্রজাপতি এনে দেওয়ার জন্য অনুরোধ জানায়। তাই জুলিয়েন একটা, দুইটা তারপর দশটা প্রজাপতি তাকে দিয়েছেন। এভাবে প্রজাপতির নমুনা সংগ্রহের শখ শুরু হয়। একদিন ছেলে বইতে একটি প্রজাপতি দেখিয়ে জুলিয়েনকে বলে, বাবা, আমি এই প্রজাপতি চাই। এই প্রজাপতির নাম হলো ইসাবেলে। জুলিয়েন একটানা তিন বছর ধরে ইসাবেলে প্রজাপতি খুঁজে বের করতে চেষ্টা করেন। কিন্তু ছেলের মৃত্যু পর্যন্ত তিনি ইসাবেলে প্রজাপতি খুঁজে পান নি। জুলিয়েন বলেন, যদি আমার ছেলে বেঁচে থাকতো, তাহলে এখন তাঁর বয়স তোমার মতোই ৪৩ বছর হতো ।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।

পথে এলসা অসাবধান হয়ে একটি গুহায় পড়ে যায়। এলসাকে উদ্ধারের জন্য জুলিয়েন পুলিশ ডাকেন। এখানে দাদা ও এলসার বন্ধুত্ব এবং মমতার বন্ধন সুন্দর প্রকৃতির সঙ্গে মেশানো হয়।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040