Web bengali.cri.cn   
প্রজাপতি
  2012-07-12 15:58:36  cri

সুন্দর একটি হরিণ চোরা শিকারীর গুলিতে মারা যায়। জুলিয়েন হাত দিয়ে ছোট এলসার চোখ ঢেকে দেন না। তিনি এলসাকে শিখিয়ে দিতে চান যে, পোচার বা চোরা শিকারী কী।

হরিণের হত্যাকান্ড দেখে এলসার মন খুব খারাপ হয়। জুলিয়েন তার মন ভালো করে বলেন, মৃত্যু জীবনের একটি অংশ। মৃত্যুর আসার আগে আমরা জানতে পারি না।। এলসা বলে, ২০১৫ সালে আমরা মানবজাতি ১৫০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারি। জুলিয়েন বলেন, তাতে কোনো কিছু আসে যায় না। জীবন এক সেকেন্ড এক সেকেন্ড করে চলে যায়। টিক টিক‍‍‌ টিক…।

প্রিয় শ্রোতা, আপনারা এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।

দাদা জুলিয়েন প্রজাপতি সংগ্রহের কৌশল এলসাকে শিখিয়েছেন। যখন এলসা একটি প্রজাপতি সংগ্রহ করে তখন তাকে হত্যা করা যায় এমন ধরনের ঔষুধ রাখা একটি বোতলে রাখেন দাদা জুলিয়েন। এই দৃশ্য দেখে এলসা বলে, পোচার। এটি সুগভীর তত্পর্যসম্পন্ন এক ধরনের বিদ্রুপ। বয়স্কদের জগতে অনেক বেশি অজুহাত ও ব্যাখ্যা আছে। কিন্তু শিশুর চোখে কোন বাস্তব পার্থক্য নেই।

প্রিয় শ্রোতা, আপনারা এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040