জুন ১৩: বিরোধপূর্ণ সিয়াচেন হিমবাহ অঞ্চল নিয়ে পাকিস্তান ও ভারতের প্রতিরক্ষা সচিব পর্যায়ের দু'দিনের বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয় নি।
তবে একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দু'পক্ষ 'টেকসই ও ফলপ্রসু প্রচেষ্টা' অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে।
ভারতের প্রতিরক্ষাসচিব শশী কান্ত শর্মা বলেছেন, যেভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাতে তিনি খুব সন্তুষ্ট। তিনি বলেন, "আমরা খুব আনন্দিত এবং বস্তুত আমাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। এবং আমরা সামনে অগ্রসর হয়েছি।"
পাকিস্তানের প্রতিরক্ষাসচিব নারগিস সেঠি বলেছেন, উভয় পক্ষ সংলাপ প্রক্রিয়াকে গতিশীল করতে চায়। তিনি বলেন, "সকল অমিমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তিতে দু'দেশের নেতাদের ইচ্ছার কথা মাথায় রেখে সিয়াচেন বিষয়ক সংলাপ অব্যাহত রাখার ব্যাপারে ঐকমত্য হয়েছে বৈঠকে।" (এসআর)