Web bengali.cri.cn   
ভারত সফর শেষে দেশে ফিরেছেন পাকিস্তানি প্রেসিডেন্ট
  2012-04-09 10:33:24  cri

এপ্রিল ৮: একদিনের ভারত সফর শেষে রোববার বিকেলে ইসলামাবাদ ফিরেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ এবং আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। ব্যক্তিগত সফর হলেও তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। মনমোহন সিংকে পাকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানান জারদারি এবং ভারতীয় প্রধানমন্ত্রী সে আমন্ত্রণ গ্রহণ করেন। সংলাপ ও মধ্যাহ্নভোজন শেষে দু'নেতা সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন।

নয়াদিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম সাধক খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করে জারদারি মাজার এলাকার উন্নয়নে ১ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দানের ঘোষণা দেন। তিনি এলাকার নিরাপত্তা বৃদ্ধির কথাও বলেন। পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি, কন্যা বখতিয়ার ও আসিফা প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। ২০০৫ এর পর এই প্রথম কোনো পাকিস্তানি প্রেসিডেন্ট ভারত সফর করলেন। সফরের আগে জারদারি পাকিস্তানের সেনা বাহিনীর প্রধান আশফাক পারভেজ কায়ানি ও পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে পরামর্শ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি প্রেসিডেন্ট জারদারির এ সফরকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ সফরের ফলে দু'প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং ভারতের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরে তা আরো দৃঢ় হবে।

(সিনহুয়া/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040