Web bengali.cri.cn   
ভারত ও পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার প্রতিক্ষায় আছে
  2012-04-09 19:12:20  cri

পাকিস্তানিপ্রেসিডেন্ট জারদারি ৮ এপ্রিল ভারতে এক সংক্ষিপ্ত ব্যক্তিগত সফর করেন। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী মনমোহনসিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকশেষে দু'পক্ষ ব্যক্ত করেছেন যে, তারা বাস্তব পদ্ধতিতে দু'দেশের মধ্যকার সমস্যার সমাধান করতে ইচ্ছুক। দু'দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিক্ষায় আছেন নেতারা ।

জারদারির এবারের ভারত সফর হল গত ৭ বছরে পাকিস্তানের যে কোনো প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ৪০ মিনিটের বৈঠক শেষে সিং সাংবাদিকদের বলেন , দু'দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিক্ষায় আছেন তিনি । দু'দেশের সম্পর্ক উন্নয়নে প্রতিবন্ধকতা নিষ্পত্তির জন্য দু'পক্ষ বাস্তব পদ্ধতি খুঁজে বের করতে ইচ্ছুক। সিং আরও বলেন, তিনি জারদারির আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং যথাসময় তিনি পাকিস্তান সফর করবেন।

জারদারি বলেন, নানা বিষয়ের সঙ্গে সম্পর্কিত বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় । যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে সিংকে স্বাগত জানাবেন বলে তিনি আশা করেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040