গত ২৬ মার্চ বাংলাদেশের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চীনে বাংলাদেশ দূতাবাস রেনেসা পেইচিং ক্যাপিটাল হোটেলে এক সংবর্ধনার আয়োজন করে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফু ইং, গণ মুক্তি ফৌজের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপমহাপরিচালক শ্যাং গুয়ান হুই, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের কর্মকর্তা এবং পেইচিংয়ে বসবাসরত বাংলাদেশীসহ প্রায় ৩০০জন সংবর্ধনায় অংশ নেন।
বন্ধুরা, আজকে আমি আর আমার সহকর্মী শান্তা মারিয়া ও শিয়াবুর রহমানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর অর্জিত নানা সাফল্য আর চীন-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করবো। এ অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের স্বাগত জানাই। (ইয়ু)