|
একাদশ জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশনে ৬ মার্চ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চীনের অর্থমন্ত্রী শিয়ে সুই রেন বলেছেন, অর্থ মন্ত্রণালয় স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি অর্জন করার কাজের মূল সুর মেনে নিয়ে ইতিবাচক আর্থিক নীতি কার্যকর করবে, বাস্তবিকভাবে জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নয়ন করবে, অর্থনীতির স্থিতিশীলতা ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করবে।
বর্তমান দেশি-বিদেশি অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী, চীন সরকার চলতি বছরের অর্থনৈতিক কাজের যে মূল সুর নির্ধারণ করেছে তা হলো স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রগতি অর্জন করা, অর্থাত্ স্থিতিশীল গতিতে প্রবৃদ্ধি অর্জন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, কাঠানো সুবিন্যাস করা, জনগণের জীবিকায় সহায়তা করা, সংস্কার করা, সক্রিয়ভাবে অর্থনীতির স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়ন অর্জন করা, অর্থনৈতিক কাঠামোর সুবিন্যাস আর মুদ্রাস্ফীতির পূর্বাভাস পরিচালনা করার সম্পর্ক ভালোভাবে নিষ্পত্তি করা। অর্থমন্ত্রী সিয়ে সুই রেন বলেন, 'আর্থিক নীতি বিষয়ে বলতে গেলে, এ বছর ইতিবাচক আর্থিক নীতি কার্যকর হবে। একদিকে আর্থিক নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখবে, অন্যদিকে সামষ্টিক আর্থিক নিয়ন্ত্রণের প্রাসঙ্গিকতা, নমনীয়তা ও পরিণামদর্শিতা জোরদার হবে।'
সিয়ে সুই রেন জানান, এ বছর ইতিবাচক আর্থিক নীতি কার্যকর করার প্রধান ক্ষেত্র হবে, প্রথম, কাঠামোগত কর কমানো নীতি আরো সুসম্পন্ন করে শিল্পপ্রতিষ্ঠান ও অধিবাসীদের ভার কমানো। দ্বিতীয়, শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় আরো বাড়ানো এবং ভোগের সামর্থ্য বাড়ানোর চেষ্টা চালানো। তৃতীয়, আর্থিক ব্যয়ের কাঠামো আরো সুবিন্যাস করে জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নয়ন করা। চতুর্থ, অর্থনৈতিক কাঠামোর বিন্যাস আর আঞ্চলিক সমন্বয় আরো জোরদার করে অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতির রূপান্তর দ্রুততর করা।
সিয়ে সুই রেন বলেন, গত বছর চীনের দ্রুত আর্থিক প্রবৃদ্ধি এ বছরের জনগণের জীবিকার উন্নয়ন ও নিশ্চয়তা বিধান এবং অর্থনৈতিক কাঠামোর বিন্যাসসহ নানা ক্ষেত্রের কাজের জন্য এক সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে। তিনি বলেন, 'আর্থিক আয় জনগণের কাছ থেকে আসে এবং জনগণের জন্য ব্যয় হয়। রাষ্ট্রীয় আর্থিক আয় গণ পণ্য ও গণ সেবায় ব্যয় হয় এবং জনগণের গণ চাহিদা মেটাতে হয়। সুতরাং আর্থিক আয়ের বৃদ্ধি জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নয়ন করা এবং অর্থনৈতিক কাঠামোর বিন্যাসসহ নানা ক্ষেত্রের উন্নয়ন এগিয়ে নেয়ার জন্য হিতকর। এটা এক ভালো কাজ।'
জানা গেছে, চলতি বছর চীনের অর্থ মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে নবায়ন ও উদ্ভাবনের সামর্থ্য আর শিল্পের কেন্দ্রীয় প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করবে, সক্রিয়ভাবে জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন হ্রাস কাজ জোরদার করবে, নতুন জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি আর দূষণমুক্ত জ্বালানি উন্নয়ন করবে।
সিয়ে সুই রেন বলেন, 'জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নয়ন করা হচ্ছে আমাদের অর্থনৈতিক ও সামাজিক কাজের মূল উদ্দেশ্য, আর্থিক কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ফলে প্রতি বছর বাজেটে জনগণের জীবিকা উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়।'
তিনি বলেন, এ বছর সরাসরি শিক্ষা, চিকিত্সা ও স্বাস্থ্য, সামাজিক নিশ্চয়তা ও কর্মসংস্থান, নিশ্চিত বসতবাড়ি ও সংস্কৃতিসহ জনগণের জীবিকা সম্পর্কিত ব্যয়ের বাজেট দেয়া হয়েছে ১.৩ ট্রিলিয়ন ইউয়ানের বেশি, যা গত বছরের চেয়ে ১৯.৮ শতাংশ বেশি। এ বছর শিক্ষা খাতে ব্যয় হবে জিডিপি'র ৪ শতাংশ। (ইয়ু/এসআর)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |