|
চীনের সর্বোচ্চ জাতীয় ক্ষমতা সংস্থা -- জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন ৫ মার্চ সকালে পেইচিংয়ে শুরু হয়েছে। জাতীয় গণ কংগ্রেসের প্রায় ৩০০০ প্রতিনিধি গণ মহাভবনে মিলিত হয়েছেন। তাঁরা যৌথভাবে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের বার্ষিক রোড-ম্যাপ তৈরি করবেন।
সকাল ৯টায় অধিবেশনটি শুরু হয়। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে সরকারি কার্যবিবরণী পেশ করেন। তিনি বলেন, 'এ বছর হচ্ছে দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা যুগের গুরুত্বপূর্ণ বছর এবং বর্তমান সরকারের কার্যমেয়াদের শেষ বছর। আমরা নিষ্ঠার সঙ্গে কাজের দায়িত্ব পালন করবো, সাহসের সাথে অগ্রসর হবো, কঠিন অবস্থা অতিক্রম করবো, জনগণের কাছে এক সন্তোষজনক উত্তরপত্র জমা দেবো।'
রিপোর্টে বলা হয়েছে, ২০১২ সালে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান লক্ষ্য হচ্ছে জিডিপির ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা, শহরাঞ্চলে ৯০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, শহরাঞ্চলে নিবন্ধিত বেকারত্বের হার ৪.৬ শতাংশের নিচে নামানো, ভোক্তা মূল্যসূচক বৃদ্ধির হার ৪ শতাংশের কাছাকাছি নিয়ে আসা, আমদানি ও রপ্তানির মোট পরিমাণ প্রায় ১০ শতাংশ বাড়ানো এবং আন্তর্জাতিক আয়-ব্যয় অবস্থায় অব্যাহত উন্নতি অর্জন করা।
ওয়েন চিয়া পাও ব্যাখ্যা করেন, 'এখানে বিশেষভাবে ব্যাখ্যা করা দরকার, জিডিপির প্রবৃদ্ধি হারের লক্ষ্য একটু কমানো হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার লক্ষ্যের সাথে খাপ খাওয়ানো, বিভিন্ন ক্ষেত্রের কাজের গুরুত্ব অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতিতে রূপান্তর করা, এবং বাস্তবিকভাবে অর্থনৈতিক উন্নয়নের গুণগত মান ও মুনাফা বাড়ানোর দিকে নির্দেশনা দেয়া, যাতে তা আরো দীর্ঘস্থায়ী, আরো উচ্চ মানের এবং শ্রেষ্ঠ মানের উন্নয়ন বাস্তবায়নের জন্য হিতকর হয়।'
জনমত এই যে, এবারের অধিবেশনে 'স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রসর হওয়ার' মূলনীতি নির্ধারিত হয়েছে। দু' হাজার আট সালে বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করার প্রথম দিকে আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলায় 'স্থিতিশীলতার মধ্য দিয়ে অগ্রসর হওয়ার' মূলনীতি উত্থাপন করে। চার বছর পর এ কথাটা আবার সরকারি কার্যবিবরণীতে এসেছে।
এখন বিশ্ব অর্থনীতির ভবিষ্যত সম্ভাবনা অবনতিশীল এবং অর্থনীতির পুনরুত্থানের অস্থিতিশীলতা বেড়েছে। চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো নানা কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি হার আরো হ্রাস পাওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে 'স্থিতিশীলতা'র ওপর গুরুত্ব আরোপ করা অত্যন্ত প্রয়োজন। ওয়েন চিয়া পাও বলেন, 'অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো হচ্ছে ভোগের চাহিদা এবং চীনের অর্থনীতির দীর্ঘকালীন স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়নের মূল ভিত্তি। এটা হচ্ছে এ বছরের কাজের প্রধান দিক।'
পরবর্তী নয় দিনে ১৩০ কোটি চীনা জনগণের প্রতিনিধিরা এ সরকারি কার্যবিবরণী পর্যালোচনা করবেন এবং ভোট দেবেন। এর মাধ্যমে চলতি বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের দিক নির্ধারণ করা হবে। (ইয়ু/এসআর)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |