Web bengali.cri.cn   
চীন পারস্পরিক উপকারিতা ও সকলের জয়লাভের উন্মুক্ত কৌশল অনুসরণ করবে: ইয়াং চিয়ে ছি
  2012-03-06 20:04:57  cri

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ৬ মার্চ জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন চলাকালে এক সাংবাদিক সম্মেলন আহবান করেন। তিনি চীনের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি জোর দিয়ে বলেন, চীন শান্তিকামী স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং পারস্পরিক উপকারিতামূলক ও সকলের জয়লাভের উন্মুক্ত কৌশল অনুসরণ করবে।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের ৫ মার্চ জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে পেশ করা সরকারি কার্যবিবরণী অনুযায়ী, নতুন বছরে চীনের পররাষ্ট্র কর্মকাণ্ড আরো ভালোভাবে সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকায়নের নির্মাণ কাজকে সহায়তা করবে, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াবে এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আরো বেশি অবদান রাখবে। ইয়াং চিয়ে ছি বলেন, 'চলতি বছর আমাদের পররাষ্ট্র কর্মের প্রধান দিক হচ্ছে চীনের অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি বদলানোর জন্য ভালোভাবে সহায়তা করা, সুষ্ঠুভাবে বাইরের নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করা, চীনের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আরো বেশি অনুকূল বহিঃপরিবেশ সৃষ্টি করা। পররাষ্ট্র কর্ম দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করবে, আরো সক্রিয়ভাবে সংলাপ ও আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যার সমাধানের প্রস্তাব দেবে, বিশেষ করে উত্তপ্ত সমস্যাগুলোয় চীন দায়িত্বশীল বড় দেশের ভূমিকা পালন করবে।'

বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন গভীর ও জটিল। আন্তর্জাতিক আর্থিক সংকটের গভীর পর্যায়ের প্রভাব ধাপে ধাপে প্রতিফলিত হয়েছে। বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতি মন্থর হয়েছে। জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তাসহ বিশ্বজোড়া সমস্যাগুলো দিন দিন লক্ষণীয় হয়ে উঠেছে। এ সব উপাদান চীনের উন্নয়নের ওপর গুরুতর প্রভাব ফেলবে। ইয়াং চিয়ে ছি বলেন, 'পরবর্তী দশ বছর হবে বিশ্বের কতকগুলো কাঠামোগত ও প্রবণতামূলক পরিবর্তন দ্রুত হওয়ার দশক এবং বিভিন্ন পক্ষের নিবিড়ভাবে বিনিময় করা আর পরিবর্তনের মাধ্যমে শাসন করার দশক। বিভিন্ন পক্ষ অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি রূপান্তর করার ওপর আরো বেশি মনোযোগ দেবে। অর্থনীতির বিশ্বায়নের পটভূমিতে বিভিন্ন পক্ষ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের সময় নিজের নতুন প্রাধান্য সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালাবে।'

প্রায় দু'ঘন্টা স্থায়ী সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি চীন-রাশিয়া সম্পর্ক, চীন-ভারত সম্পর্ক, চীন-জাপান সম্পর্ক, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি, সিরিয়া সমস্যা এবং চীন-আফ্রিকার সম্পর্কসহ নানা ক্ষেত্রে চীনের অবস্থান ব্যাখ্যা করেন। চীনের আন্তর্জাতিক সমস্যা গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ছুন সিং মনে করেন, 'পররাষ্ট্রমন্ত্রীর জবাব খুব সংক্ষেপ, তবে বিষয়বস্তু অত্যন্ত সমৃদ্ধ। বড় দেশ, নিকটবর্তী দেশ, উন্নয়নশীল দেশ আর বহুপক্ষীয় সম্পর্ক হচ্ছে চীনের পররাষ্ট্রনীতির চারটি স্তম্ভ। এ বছর শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলন, ভারতে অনুষ্ঠেয় গোল্ডেন ব্রিকস সম্মেলন এবং পারমাণবিক নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনসহ নানা শীর্ষসম্মেলনে চীনের পররাষ্ট্রনীতি কীভাবে আন্তর্জাতিক অর্থনীতি যথাশিগগির সংকট পার করবে এবং বিশ্বের ভারসাম্য উন্নয়নের জন্য কাজ করবে - সে প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইয়াং বিস্তারিত ব্যাখ্যা করেন। পরবর্তী দশ বছরে চীনের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে কীভাবে সুযোগ কাজে লাগানো যায়, সুষ্ঠুভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং ভালোভাবে নানা ধরনের দ্বন্দ্ব নিষ্পত্তি করা যায় সেগুলো।' (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040