Web bengali.cri.cn   
সিআরআই-ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতার শুভ সূচনা
  2012-02-10 20:39:58  cri

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: আ আ ম স আরেফিন সিদ্দিক সিআরআই'র বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়েকে একটি স্যুভেনির উপহার দিচ্ছেন

 বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও সংগীত বিভাগের আমন্ত্রণে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আমি ঢাকা সফর করি। সফরকালে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও সংগীত বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমণ্ডলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং সংগীত বিভাগের চেয়ারপার্সন আকলিমা ইসলাম কুহেলী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালযের সংগীত বিভাগের চেয়ারপার্সন আকলিমা ইসলাম কুহেলী ও ছাত্রছাত্রীরা চীনা গান পরিবেশন করছেন

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আমাদের দেয়া একটি সাক্ষাত্কারে এবারের সমঝোতা স্মারক সম্পর্কে তাঁর মতামত দেন। এখন শুনুন তাঁর এই বিশেষ সাক্ষাত্কারের রেকর্ডিং।

চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ এই প্রথম বার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের সাথে সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই করল। এ সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ ও সংগীত বিভাগ আর সিআরআই'র মধ্যে সাংস্কৃতিক বিনিময়, নিয়মিত অভিজ্ঞতা বিনিময়, বাংলা ও চীনা ভাষায় রচিত বইপত্র বিনিময় এবং নাটক ও সংগীতের ডিভিডি বিনিময় করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের চেয়ারপার্সন আকলিমা ইসলাম কুহেলী ওই বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে সুন্দরভাবে চীনের একটি জনপ্রিয় প্রেমের গান পরিবেশন করেন। তাদের পরিবেশনা আমাকে সত্যিই মুগ্ধ করে। বন্ধুরা, এ সুযোগে আপনারাও তাঁদের গাওয়া গানটি উপভোগ করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসায় উপাযার্চের সঙ্গে সিআরআই'র বাংলা বিভাগের পরিচালক ও বাংলাদেশ প্রতিনিধি হাশিম মুহাম্মদ

সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর সিআরআই'র নানা ক্ষেত্রের সহযোগিতা যাত্রার সূচনা মাত্র। বাংলাদেশ সফরকালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে নাট্যকলা বিভাগের সুশৃঙ্খল কাজ ও কাজ পরিচালনার সামর্থ্য দেখেছি। আমরা আশা করি, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও সংগীত বিভাগসহ আরো বেশি বিভাগের সাথে ব্যাপক ক্ষেত্রে সাংস্কৃতিক বিনিময় সহযোগিতা করতে পারবো। আমরা দু'দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে সেতুর ভূমিকা পালন করবো। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দু'দেশের জনগণের সমঝোতা ও মৈত্রী বাড়াবো। (ইয়ু)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040