Web bengali.cri.cn   
উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ১৭ জানুয়ারি
  2012-01-13 16:38:12  cri

উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে ১৭ জানুয়ারি ওয়াশিংটনে ত্রিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ জানুয়ারি এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া সমস্যাসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে এ তিন দেশ নিয়মিতভাবে বৈঠক করে এবং এ বৈঠকে দেশ তিনটির ঘনিষ্ঠ সহযোগিতা প্রমাণিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দিনব্যাপী এ বৈঠক যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কুর্ট এম ক্যাম্পবেল এবং উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধি গ্লিন ডেভিসের যৌথ সভাপতিত্ব অনুষ্ঠিত হবে। (শিশির/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040