Web bengali.cri.cn   
চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিমের দেয়া সাক্ষাত্কার
  2011-08-19 20:05:26  cri
 বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিমের নাম শুনলে আমাদের শ্রোতাদের কাছে হয়তো অপরিচিত মনে হবে না। গত ২০০৮ সালের অলিম্পিক গেমস থেকে তিনি প্রায় প্রতি বছর চীনে এসে একক ও যুক্ত চিত্র প্রদর্শনীর আয়োজন করছেন। তিনি আমাদের অনুষ্ঠানেও কয়েকবার যোগ দিয়েছেন। জনাব সেলিম এ বছর আবার চীনে এসে পেইচিংয়ের ছাওইয়াং অঞ্চলে অবস্থিত নামকরা ৭৯৮ শিল্পকলা এলাকার একটি চিত্রশালায় 'প্রাকৃতিক রেখাপাত' শীর্ষক একক প্রদর্শনীর আয়োজন করেন। উল্লেখ্য যে, এবার চীনে নিয়ে আসা চিত্রকর্মগুলোর মধ্যে এমন তিন-চারটি ছিল, যেগুলোর ওপর বড় চীনা অক্ষর রয়েছে। এটা দেখে মনে হয়, তিনি সুন্দর করে চীনা ভাষা শিখেছেন। এ চিত্রশালায় চিত্রকর সেলিম আমাকে একটি সাক্ষাত্কার দেন। বন্ধুরা, শুনুন তাহলে সে সাক্ষাত্কারটি। (ইয়ু)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040