Web bengali.cri.cn   
ফেয়ারওয়েল মাই কনকিউবাইন (বিদায় আমার উপপত্নী)
  2011-12-30 21:05:16  cri

ফেয়ারওয়েল মাই কনকিউবাইন বা বিদায় আমার উপপত্নী ছবিটি পরিচালনা করেছেন চেন খাইকো (Chen Kaige)। এ ছবির কাহিনী লিখেছেন লিলিয়ান লি, লেই পিক ওয়া এবং লু ওয়ে। এটি একটি নাটকধর্মী প্রেমের ছবি। এর দৈর্ঘ্য ১৭১ মিনিট।

মূল চরিত্রে অভিনয় করেছেন: লেসলি ছয়ুাং--ছেং তিয়েই (তৌজি), ছ্যাং ফেংগি—তুয়ান সিয়াওলৌ (শিতৌ), কং লি (চুসিয়ান), কো ইউ (মাস্টার ইউয়ান)

কাহিনী সংক্ষেপ

কাহিনীর সূত্রপাত ১৯২০ সালে। একদিন এক পতিতা পিকিং অপেরা প্রশিক্ষণ স্কুলের একজন শিক্ষকের কাছে যান এবং তার ছেলেকে ওই স্কুলের ছাত্র হিসেবে ভর্তি করে নেয়ার আবেদন জানায়। শিক্ষক কুয়ান ছেলেটির হাতে প্রয়োজনাতিরিক্ত একটি আঙ্গুল থাকায় তার আবেদন প্রত্যাখ্যান করেন। মা তার ছেলেটির অতিরিক্ত বৃদ্ধাঙ্গুলটি কেটে পুনরায় কুয়ানের কাছে যায়। কুয়ান এবার ছোট্ট ছেলেটিকে গ্রহণ করতে রাজী হন এবং তার নাম রাখেন তৌজি।

স্কুলে অনেক ছাত্র-ছাত্রী, শিতৌ তাদের একজন এবং সে তৌজিকে তার ভাই হিসেবে গ্রহণ করে। তারা দু'জন একে অপরের বন্ধু হয়ে যায় এবং কঠোর অনুশীলন করতে থাকে। তৌজি একটি মেয়ের ভূমিকায় অভিনয় অনুশীলনকালে সংলাপে বলে, 'আমি প্রকৃতিগতভাবে একটি মেয়ে, ছেলে নই', কিন্তু সে মঞ্চ ও বাস্তব জীবনের মধ্যে পার্থক্য নির্ধারন করতে পারছিল না, সুতরাং তাকে বারবার 'আমি , প্রকৃতিগতভাবে, একটি ছেলে' এ সংলাপ বলতে বাধ্য করা হয়।

একদিন একটি অপেশাদার সেরা নাট্যাভিনয় সংস্থা পিকিং অপেরা দল পরিদর্শনে আসে, তৌজিকে ওই দলের সামনে তার দু:সাহসী ভূমিকার সংলাপে অভিনয় করতে বলা হয়। কিন্তু সে আবারো 'আমি, প্রকৃতিগতভাবে, একটি ছেলে' এ ভুল অভিনয় করতে থাকলে নাট্যসংস্থা তাকে থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। ভবিষ্যতে তাদের নাট্যদল ঝুঁকির মধ্যে পড়তে পারে এ আশংকায় সিতৌ তার সহকর্মী তৌজির গলায় একটি তামাকের নল ঢুকিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত না তার গরগরার মাধ্যমে গলা পরিস্কার হয়ে রক্ত বের হয়। হঠাত্ তৌজির কন্ঠ থেকে মৃদু ফিসফিস শব্দে বের হয়ে আসে 'আমি, প্রকৃতিগতভাবে,একটি মেয়ে, ছেলে নই'। এবার তার সঠিক পরিবেশনা ছিল তৌজির জীবনে ঘুরে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

কয়েক বছর পর তৌজি ও শিতৌ একই মঞ্চে পরিবেশনা শুরু করে। তারা প্রায়ই দ্বৈত পরিবেশনায় অংশ নেয়। একদিন এক পরিবেশনার সময় ইউনুচ স্যাং নামের এক বয়স্ক ভদ্র লোকের চোখে পড়ে তৌজি। ভদ্রলোক তৌজিকে পরে এমন প্রহার করেন যে, তৌজির কন্ঠ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। শিতৌ তার ছোট্ট ভাইটিকে প্রহারের হাত থেকে রক্ষা করতে না পারায় নিজেকে দোষারোপ করলো এবং তৌজিকে শান্তনা দেয়ার কোনো ভাষা খুঁজে পেলোনা। একই দিন, তৌজি রাস্তায় একটি পরিত্যাক্ত শিশুকে কুড়িয়ে পেলো। সে শিশুটিকে তাদের অপেরা দলে নিয়ে এলো এবং তার শিক্ষক কুয়ানের মৃত্যুর পর অবশেষে তাকে পরিবেশনার প্রশিক্ষন দিতে থাকলো।পরে তৌজি ও শিতৌ বিখ্যাত হয়ে যায় এবং মঞ্চে তাদের নাম পরিচিত হয় যথাক্রমে ছেং তিয়েই(লেসলি ছুয়াং) ও তুয়াং সিয়াওলৌ(ঝ্যাং ফেংয়ি)।

'ফেয়ারওয়েল মাই কনকিউবাইন' ছবিটি তাদের সবচেয়ে অভিনয়সফল ছবির অন্যতম। তিয়েই ছবিতে অভিনিত চরিত্রের মতই ঠিক ছিয়াওলৌ'র প্রেমে পড়ে এবং আশা করে যে তারা হতে পারে দু'জন দু'জনার। যাই হোক তাদের মধ্যে যৌন আকর্ষন জাগে নি। ছিয়াওলৌ তারপর চুছিয়ানের(কং লি) সাথে একটি উচ্চ পর্যায়ের ফুলের বাগানে দেখা করে। চুছিয়ান তার গুনে মুগ্ধ হয় এবং ছিয়াওলৌ'র সাথে একত্রে বসবাস করার ইচ্ছে ব্যক্ত করে। সুতরাং চুছিয়ান তার স্বাধিন সিদ্ধান্ত অনুযায়ী ছিয়াওলৌকে স্বামী হিসেবে বেছে নেয়। তাদের বিয়ের খবর পৌঁছে যায় তিয়েইর কাছে। সে ছিয়াওলৌর কাছে তাকে(তিয়েই) ছেড়ে না যাওয়ার অনুরোধ করে কিন্তু ছিয়াওলৌ তাই করলো। তিয়েই মানসিকভাবে ভেঙে পড়লো এবং শান্তির অন্বেষায় পিকিং অপেরার অনুরাগী উচ্চ পর্যায়ের এক ক্ষমতাধর ব্যক্তি ইউয়ান শিসিংয়ের(কু ইউ) কাছে ফিরে গেল।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040