|
১৩তম শাংহাই চলচ্চিত্র উত্সব ১২ জুন সন্ধ্যায় শুরু হয়েছে। এবারের উত্সব বিভিন্ন দেশের চলচ্চিত্র মহলকে যোগাযোগ ও বিনিময়ের একটি বিরাট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বলে বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পীরা মনে করেন।
অবশ্যই চীনা চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে সহযোগিতা করার প্রত্যাশায় রয়েছেন তাঁরা। বন্ধুরা, আজকের সংস্কৃতির বাজার অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো। ১২ জুন সকালে লুক বেসন, এড্রিয়েন ব্রোডি ও তাকাকো তোকিওয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র শিল্পীদের উপস্থিতিতে শাংহাইয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
২০০২ সালে 'পিয়ানিষ্ট'-এ চমত্কার অভিনয়ের জন্য অস্কার রাজার মর্যাদা পাওয়া এড্রিয়েন ব্রোডি এবার প্রথমবারের মত শাংহাই চলচ্চিত্র উত্সবে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, চলচ্চিত্র উত্সব অভিনেতা-অভিনেত্রীকে এক বিশাল প্ল্যাটফর্ম তৈরী করে দেয়, যাতে দর্শকরা ভালভাবে সংশ্লিষ্ট চরিত্র বুঝতে সক্ষম হন। এছাড়া, ভিন্ন সংস্কৃতির পটভূমিতে চলচ্চিত্র শিল্পীরা এখানে সুষ্ঠুভাবে যোগাযোগ করতে পারেন। এ সম্পর্কে ব্রোডি বলেন:
"এখানে এসে আমি খুবই আনন্দিত। শাংহাই চলচ্চিত্র উত্সব হচ্ছে একটি মহাসম্মিলনী। এ প্ল্যাটফর্মে চলচ্চিত্র শিল্পীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। সংগীতের মত ভিন্ন সংস্কৃতির পটভূমিতে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশ্বায়নের প্রেক্ষাপটে আজকে আমাদের উচিত বিভিন্ন সংস্কৃতিকে আরো গভীরভাবে উপলদ্ধি করা। এটি আমার আহ্বান।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |