চীনের কেন্দ্রীয় ব্যাংক --- চীনা গণ ব্যাংকের গর্ভণর চৌ সিয়াও ছুয়ান সম্প্রতি বলেছেন, ২০১২ সালে কেন্দ্রীয় ব্যাংক 'স্থিতিশীলতার মধ্যে অগ্রগতি হওয়ার' মূল নীতি অনুসরণ করবে, অব্যাহতভাবে স্থির মুদ্রা নীতি কার্যকর করবে, নীতির প্রাসঙ্গিকতা, নমনীয়তা ও ভবিষ্যদ্দর্শিতা আরো জোরদার হবে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের একটি অধিবেশনে চৌ সিয়াও ছুয়ান এ কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, কেন্দ্রীয় ব্যাংক নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক আর্থিক সংকট থেকে সৃষ্ট অভিজ্ঞতার বিশ্লেষণ ও সারসংকলন করবে, সঠিকভাবে আর্থিক সামষ্টিক নিয়ন্ত্রণের মাত্রা, ছন্দ ও গুরুত্ব নির্ধারণ করবে, ভালোভাবে অর্থনীতির স্থিতিশীল ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়ন, অর্থনৈতিক কাঠামোর সুবিন্যাস আর মুদ্রাস্ফীতি পরিচালনার মধ্যকার সম্পর্ক নিষ্পত্তি করবে।
চৌ সিয়াও ছুয়ান বলেন, কেন্দ্রীয় ব্যাংক অব্যাহতভাবে আর্থিক কাঠামোর সংস্কার বৃদ্ধি করবে, আর্থিক বাজারের নিয়মাফিক বিকাশ এগিয়ে নিয়ে যাবে, সুদের হার বাজারায়নের সংস্কার জোরদার করবে, রেনমিনপির বিনিময় হার প্রতিষ্ঠার ব্যবস্থা আরো সুসম্পন্ন করবে, বিদেশী মুদ্রার ব্যবস্থাপনা আরো জোরদার করবে, বাস্তবভাবে আর্থিক সেবা ও পরিচালনার মান উন্নত করবে। (ইয়ু / শান্তা)