Web bengali.cri.cn   
মুদ্রা বৃদ্ধির হার কমে যাওয়া সমষ্টিক নিয়ন্ত্রণের সঙ্গে সংগতিপূর্ণ
  2011-09-12 19:12:49  cri
চীনের কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ১২ সেপ্টেম্বর বলেছেন, এ বছরে চীনের ব্রড মানি(এম.২) বৃদ্ধির হার উচ্চ মাত্রা থেকে স্থিতিশীলতায় দিকে যাচ্ছে। যা সমষ্টিক নিয়ন্ত্রণের সঙ্গে এবং স্থিতিশীল মুদ্রা নীতির সঙ্গে সংগতিপূর্ণ। বর্তমানে এম.২'র বৃদ্ধির হার আগের চেয়ে কিছুটা কমেছে। কিন্তু বাস্তব মুদ্রার অবস্থা অর্থনৈতিক স্থিতিশীলতা ও দ্রুত বৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ।

এ মুখপাত্র আরও বলেন, ঋণ ও সামাজিক পুঁজি সংগ্রহের দিকে থেকে দেখা গেলে যে, এ বছর বৃদ্ধির হার ধীর নয়। গত আগস্ট মাসের নাগাদ পর্যন্ত ব্যাংকিং সংস্থায় আর.এম.পি'র আউট স্ট্যান্ডিংঋণের'র বৃদ্ধির হার ১৬ শতাংশে দাঁড়িয়েছে। যা ২০০০ থেকে ২০০৮ সালের গড়পড়তা হারের চেয়ে ০.৯ শতাংশ বেশি।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে চীনে মূল্য বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু মুদ্রা স্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। সেজন্য স্থিতিশীল মুদ্রা নীতি প্রণয়নে অবিচল থাকা এবং মুদ্রার ক্রেডিট ঋণের স্থিতিশীল ও উপযুক্ত বৃদ্ধি বজায় রাখা খুবই প্রয়োজন। (ওয়াং তান হোং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040