চীনের কেন্দ্রীয় ব্যাংক ১ জুলাই এক সম্মেলনে বলেছে, আগামী ছ'মাসে চীনের মুদ্রা নীতির স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি এ নীতির প্রয়োজনীয় শক্তিও বজায় রাখা হবে।
এ দিন অনুষ্ঠিত চীনের গণ ব্যাংকের বিভিন্ন শাখার গর্ভনরদের এক বৈঠকে বলা হয়েছে, বর্তমানে চীনের অর্থনৈতিক উন্নয়ন 'নীতির মাধ্যমে চাঙ্গা করা থেকে স্বাধীনভাবে বৃদ্ধি'র দিকে পরিবর্তিত হচ্ছে এবং তা সামষ্টিক নিয়ন্ত্রণের পূর্ব নির্ধারিত দিকেই যাচ্ছে। একই সঙ্গে এ বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি এখনও শক্তিশালী। দ্রব্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তি এখনও সুসংবদ্ধ হয় নি। মুদ্রা নীতি শিথিল হলে আবার মূল্য স্ফীতি অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। (ওয়াং তান হোং)