|
সেপ্টেম্বরের শুরুতে স্কুলের নতুন সেমিস্টার শুরু হওয়ার পর, অনেক গ্রামীণ শ্রমিকদের দুঃখের ব্যাপার হয়েছে। প্রতিদিন বিকেল ৪টার পর স্কুলের লেখাপড়া শেষে গ্রামীণ শ্রমিকদের কাজ শেষ হয় না, এ জন্যে তাদের শিশুরা স্কুল ও পরিবারের যত্ন পেতে সক্ষম নয়। এ সম্পর্কে চেনচিয়াং শহরের কমিউনিস্ট যুব লীগের গ্রামীণ শ্রমিকদের শিশুদের যত্ন নেয়ার স্বেচ্ছাসেবক কার্যক্রম হিসেবে '৪টায় স্কুল' সংস্থা প্রতিষ্ঠা করেছে, যাতে গ্রামীন শ্রমিকদের সাহায্য করে শিশুদের যত্নের কাজ করা যায়। ৪টায় স্কুল কমিউনিটির ভিত্তিতে চেনচিয়াং শহরের কমিউনিস্ট যুব লীগের প্রশাসন কাজ করে থাকে। কমিউনিটির পাড়া কমিটি ও স্বেচ্ছাসবক পরিসেবা স্টেশন ৪টায় স্কুলের নিয়মিত কাজ চালু করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের যুব শিক্ষকদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবকরা গ্রামীণ শ্রমিকদের প্রাথমিক স্কুলের শিশুদের জন্য স্কুলের পর তাদের দেখা শোনা এবং হোমওয়ার্কে সাহায্য করাসহ বিভিন্ন পরিসেবা দেন।
আমাদের সংবাদদাতা জানান, চেনচিয়াং শহরের একটি কমিউনিটিতে শিশুরা স্কুলের পরে সুখী জীবনযাপন উপভোগ করছে।
বিকেলে ৪টায় একটি লাল টুপি পড়ে স্বেচ্ছাসেবক চেনচিয়াং শহরের চোংহুয়ালু প্রাথমিক স্কুলের বাইরে অপেক্ষা করেন। শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার পর তিনি একজন গ্রামীণ শ্রমিকের ছাত্রী নিয়েছেন।
স্কুলের বাইরে সংবাদদাতা চাং ইয়ান নামক ছাত্রীর সঙ্গে যোগাযোগ করেছে।
সংবাদদাতা: কোথায় যাচ্ছ?
চাং ইয়ান: কমিউনিটিতে যাচ্ছি।
সংবাদদাতা: কি করো?
চাং ইয়ান: সেখানে হস্তলিপি শিল্প শিখি।
সংবাদদাতা: কেন তোমার বাবা মা আসেন নি?
চাং ইয়ান: আমার বাবা মা'র সময় নেই।
চাং ইয়ানের থাকার কমিউনিটি থেকে তার প্রাথমিক স্কুলের দূরত্ব মাত্র ১০ মিনিট হাঁটার সময়। কমিউনিটির '৪টা স্কুলের' ক্লাসরুমে অনেক ছাত্রছাত্রী এসেছে। যদিও ক্লাসরুম খুব একটা বড় নয়, তবে এটি অনেক শিশুদের সুখী স্বর্গে পরিণত হয়েছে। তারা স্বেচ্ছাসেবকদের যত্নে হোমওয়ার্ক তৈরী করে, বই পড়ে এবং গেমস খেলে।
একজন ছাত্রী সংবাদদাতাকে বলেছে, এখানে নানা ধরনের তত্পরতা আছে। কম্পিউটার, চেস খেলতে পারি এবং বই পড়তে পারি।
এ '৪টায় স্কুলে' উন্মুক্ত স্থানে তত্পরতা হল শিশুদের সবচেয়ে প্রিয় তত্পরতা। স্বেচ্ছাসেবকরা শিশুদের সঙ্গে গেমস খেলে এবং ধাঁধা জিজ্ঞেস করে। কম সময়ের মধ্যে সবাই ঘনিষ্ট বন্ধুতে পরিণত হয়েছে।
এ সংস্থার স্বেচ্ছাসবক ছাও ইউ ছি সংবাদদাতাকে বলেছেন, শিশু বয়সে তাদের চিন্তাভাবনা নানা ধরনের, কোনো বাধা থাকা উচিত নয়। এভাবে তারা সহজভাবে মনের কথা বলবে।
২০০৮ সালের এপ্রিল মাসে চেনচিয়াং শহরের কমিউনিস্ট যুব লীগের নেতৃত্বাধীনে ১৪টি '৪টায় স্কুল'প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিটির পাড়া কমিটি বিনা পয়সার স্থান প্রদান করেছে। স্থানীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মাধ্যমিক স্কুল ও প্রাথমিক স্কুলের যুব শিক্ষক এবং অবসরপ্রাপ্ত বৃদ্ধবয়সের লোকদের নিয়ে গঠিক স্বেচ্ছাসেবকরা নিজেদের ছুটি বা অবসর সময় পরিত্যাগ করে শিশুদের জন্য চমত্কার উন্মুক্ত স্থানের তত্পরতা সৃষ্টি করেন। এভাবে গ্রামীণ শ্রমিকদের জন্য স্কুলের পরে তাদের শিশুদের যত্নের অভাবের সমস্যার সমাধান করেছে।
সন্ধ্যা ৬টায় অনেক গ্রামীণ শ্রমিকদের কাজ শেষে '৪টায় স্কুলে'এসে তাদের বাচ্চা নিয়ে যাচ্ছে।
ক: '৪টায় স্কুল' শিশুদের জন্য একটি মজার জায়গা। তাদের বিভিন্ন শখ সৃষ্টি করার জন্য সহায়ক।
খ: এ সংস্থাটি খুবই ভালো। কোনো পয়সার দরকার নেই। স্কুল থেকে এ স্থানটি দুই ঘন্টার মাত্র, আমাদের জন্য অনেক সহায়ক। কারণ এ সময় আমাদের কাজ শেষ হয় না, বাচ্চাকে যত্ন নিতে পারি না।
চেনচিয়াং শহরের প্রতিটি '৪টায় স্কুল'-এর ছাত্রছাত্রীদের জন্য রেকর্ড সৃষ্টি করেছে। তাদের বাবা মাকে শিশুকে নেয়ার সময় স্বাক্ষর করতে হবে, যাতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
চিয়াংসু প্রদেশের চেনচিয়াং শহরের চীনা কমিউনিস্ট পার্টির কমিটির ভাইস-সম্পাদক ওয়াং ওয়েই হুয়া বলেছেন,
আমাদের প্রতিটি '৪টায় স্কুলে' নির্দিষ্ট স্বাক্ষর নীতি চালু করেছে। আমাদের শিশুরা কখন আসে, কখন বাবা মা'র সঙ্গে চলে যায়, তার কোন আত্মীয়স্বজনের সাথে চলে যায়,তা অবশ্যই স্বাক্ষর করতে হবে।
এ স্কুলের ক্লাসরুমে শিশুদের আন্তরিকতা ও ভালোবাসা সত্যিই উল্লেখ করার মত। শিশুরা এ স্কুলের শেষের এ দিকটিকে খুবই পছন্দ করে। ২ ঘন্টার সময় দ্রুত চলে যায়। স্বেচ্ছাসেবকরা শিশুদের নিরাপদভাবে তাদের বাবা মা'র কাছে হস্তান্তর করার সময়, বাবা মা'র মুখে আন্তরিক হাসি দেখা যায়।
(সুবর্ণা/আবাম)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |