Web bengali.cri.cn   
শিক্ষিকা মা
  2011-10-21 17:39:09  cri

চীনে অর্থনীতির দ্রুত উন্নয়নের সাথে সাথে এক নতুন শব্দ আবির্ভুত হয়েছে, তা হলো 'বাবা-মা থেকে দূরে থাকা সন্তান', মানে যাদের বাবা-মা অথবা তাদের মধ্যে একজন গ্রাম ত্যাগ করে শহরে গিয়ে কাজ করে, গ্রামে দাদা-দাদী, নানা-নানী অথবা অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে বাস করেন এমন শিশুরা।

সিয়াও ইয়ু হচ্ছে চিয়াংসু প্রদেশের থাইচৌ শহরের থাইতুং পরীক্ষা বিদ্যালয়ের নয় বছর বয়সী ছাত্রী। তার বাবা-মা ও দাদা সবাই পেইচিংয়ে গিয়ে কাজ করেন। সিয়াও ইয়ু বলেন, 'আমি প্রায় এক বছর বাবা-মাকে দেখি নি। আমি খুব তাদের কথা মনে করি। বিশেষ করে, স্কুল খোলার সময় যখন আমি দেখি, কোন কোন ছাত্রের বাবা-মা তাদেরকে স্কুলে পাঠায়, তখন আমি ঈর্ষা করি। আমি বাবা-মার কথা মনে পড়লে কেবল তাদেরকে ফোন করতে পারি। তাদের কন্ঠ শোনার পর রাতে আমি স্বপ্নে তাদের সঙ্গে দেখা করি।'

থাইতোং পরীক্ষা বিদ্যালয় থাইচৌ শহরের পূর্বাঞ্চলে অবস্থিত। এ বিদ্যালয়ের দক্ষিণ দিকে এক রেল স্টেশন আছে। আশেপাশে অনেক বড় বাজার ও মার্কেট রয়েছে। ফলে এই এলাকায় বাইরে থেকে আসা কৃষি শ্রমিকের সংখ্যা বেশি। এর পাশাপাশি এখানে বাইরে থেকে আসা শ্রমিকদের সন্তানদের সংখ্যাও বাড়ানোর প্রবণতা দেখা দিয়েছে। থাইতুং পরীক্ষা বিদ্যালয়ের পার্টির কমিটির সম্পাদক চেন ওয়েই বলেন, '২০১১ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত আমাদের বিদ্যালয়ের প্রাথমিক স্কুলের ১২০৪ জন ছাত্রছাত্রীর মধ্যে বাবা-মা থেকে দূরে থাকা সন্তানের সংখ্যা ৩৩ জন ছিল। বাইরে থেকে আসা শ্রমিকের সন্তানদের সংখ্যা রয়েছে ২৪২ জন। এ দুই সংখ্যা মিলে এ প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মোট সংখ্যার ২৩ শতাংশে দাঁড়ায়। মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ৫১২ জন, এর মধ্যে বাবা-মা থেকে দূরে থাকা সন্তানের সংখ্যা ৭ জন, বাইরে থেকে আসা শ্রমিকের ছেলেমেয়ের সংখ্যা ৮৯ জন, তা মাধ্যমিক স্কুলের মোট ছাত্রের সংখ্যার ১৯ শতাংশে দাঁড়ায়।'

বাবা-মা থেকে দূরে থাকা সন্তানদেরকে যত্ন দেয়ার জন্য ২০০৮ সালের প্রথম দিকে থাইচৌ শহরের থাইতুং পরীক্ষা বিদ্যালয় সকল যুবক শিক্ষিকাদের কাছে 'শিক্ষিকা মা' নামক স্বেচ্ছাসেবক করার আহ্বান জানিয়েছে। এ প্রস্তাব দেয়ার পর শিগগির ব্যাপক শিক্ষকের সক্রিয় সাড়া পেয়েছে। ৩৬ জন যুবক শিক্ষিকা স্বয়ংক্রিয়ভাবে আবেদন দিয়ে আনন্দের সাথে 'শিক্ষিকা মা' হয়েছেন। এখন শিক্ষিকা মার সংখ্যা প্রথম দিকের ৩৬ জন থেকে বেড়ে ৮৩ জন হয়েছে। এ ৮৩ জন স্বেচ্ছাসেবকদের মধ্যে বেশির ভাগের বয়স ৩৫ বছরের নিচে এবং অনেকে নিজের সন্তানও নেই। কিন্তু তাঁরা একটি মায়ের হৃদয় দিয়ে এ বিশেষ সন্তানদেরকে উষ্ণ দিয়েছেন।

এ বিদ্যালয়ের শিক্ষিকা চৌ সুয়েন মেই বলেন, 'বাবা-মা প্রায়শই তাদের পাশে থাকে না। এ শিশুদের লেখাপড়া ও জীবনযাপনের ওপর যত্ন রাখার লোক নেই। শিক্ষক হিসেবে আমরা তা দেখে মনে ব্যথা পাই। আমরা এ শিশুদেরকে আরো বেশি যত্ন দেয়া উচিত।'

সিয়াও ইয়ুন সাধারণত দাদির সঙ্গে থাকে। দাদি তার খাওয়া দাওয়ার ওপর বেশি মনোযোগ দেন, তবে লেখাপড়ার দিকে নজর দিতে পারেন না। ফলে তার লেখাপড়ার অবস্থা খুব খারাপ। যখন তার দাদি তাকে বোকা দেন, সে একদম শুনে না। এ অবস্থা জানার পর সিয়াও ইয়ুনের শিক্ষিকা চাং আই চেন তার ওপর বিশেষ নজর দিয়েছেন। তিনি বলেন, 'আমি যখন সময় পাই, তখন তার সঙ্গে গল্প করি, তার বাসার অবস্থা জেনে নিই। এবং তাকে বলি, দাদিকে সম্মান করা এবং দাদির কথা মেনে নেওয়া উচিত। তার লেখাপড়ার ফলাফল উন্নত করার জন্য আমি প্রায়শই দুপুরের বিশ্রামের সময় তাকে অতিরিক্ত পড়ানোর সুযোগ দিই।'

শিক্ষিকা চাংয়ের সযত্নে সিয়াও ইয়ুন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। শিক্ষিকা চাংয়ের কথা বললে সিয়াও ইয়ুন আবেগপূর্ণ কণ্ঠে বলেন, 'খাওয়ার সময় শিক্ষিকা চাং আমাকে রেস্তোঁরায় নিয়ে যান। আমি মাংস খেতে পছন্দ করি, শিক্ষিকা চাং সব মাংস আমাকে দেন। ১ জুন শিশু দিবসে শিক্ষিকা আমাকে উপহারও দিয়েছেন। আমি শিক্ষিকা চাংকে খুব পছন্দ করি। তিনি আমার মায়ের মতো।'

জরীপ অনুযায়ী, এখন চীনের গ্রামাঞ্চলে বাবা-মা থেকে দূরে থাকা সন্তানের সংখ্যা ৫ কোটি ৮০ লাখেরও বেশি। এর মধ্যে ৫৭ শতাংশ শিশুর বাবা অথবা মা বাইরে গিয়ে কাজ করেন। প্রায় ৪৩ শতাংশ শিশু বাবা-মার সঙ্গে বাইরে গিয়ে কাজ করেন। চীন সরকার ও সংশ্লিষ্ট বিভাগ এ শিশুগুলোর মানসিক স্বাস্থ্য ও চরিত্র সঠিক রাখার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং অনেক ব্যবস্থা নিয়েছে। ২০১১ সালের এপ্রিল মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও শানশি প্রদেশে পরিদর্শন করার সময় বিশেষ করে স্কুলে গিয়ে বাবা-মা থেকে দূরে থাকার শিশুদের দেখেছেন। তিনি শিশুদেরকে আত্মনির্ভর, আত্মসম্মানের উত্সাহ দিয়েছেন। (ইয়ু)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040