|
(ইংরেজি বিভাগের ওয়াং ওয়ে জোয়ান্নার ছবি আমাদেরকে পরিদর্শন করেন )
২০০৫ সালের মে মাসে ফ্যাসিস্ট বিরোধীতা যুদ্ধে বিজয়ী হওয়ার ৬০তম বার্ষিকী উপলক্ষে রুশ ভাষা বিভাগ একটি ঐতিহাসিক মূল্যবান ইমেল পেয়েছে। এটি ৭০ বছরেরও বেশি বয়সী একজন রাশিয়ার পুরানো শ্রোতা ফ্রাদকিন জাভেনিগের লেখা। রুশ ভাষা বিভাগের সহকর্মী থিয়ান থিয়ান এ সম্পর্কে বলেন, "জাভেনিগার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। তিনি তখন তাঁর বাবার একটি চিঠি এবং তাঁর পরিবারের ১৯৪৩ সালে তোলা একটি ছবি আমাদের কাছে পাঠিয়েছেন। এটি রুশ ভাষার অনেক শ্রোতাকে মুগ্ধ করেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ দিবসে আমরা শ্রোতাদের মূল্যবান চিঠি পেয়ে থাকি।"
বর্তমান সিআরআই ৬১টি ভাষায় সারা বিশ্বে সম্প্রচার করছে। ঐতিহ্যিক ডিএক্স ছাড়াও সিআরআই বিশ্বের বৃহত্তম বহু ভাষার ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছে। ২০১০ সালে ইংরেজি বিভাগ ওয়েবসাইট ব্যবহারকারীদের সহায়তায় খুবই কঠিন এ কাজটি সম্পন্ন করেছে।
১২ বছর আগে চীনের জাতীয় নাটক একাডেমির অভিনেতা ওয়াং ওয়েকুও পেইচিংয়ের একটি সেকেন্ড হ্যান্ড বাজার থেকে কয়েকটি ছবির ফ্রেম কিনেছেন। তিনি আবিশ্কার করেন যে, এসব ছবি হল একজন বিদেশী নারীর। এরমধ্যে তাঁর ছোটবেলা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে ছবিও রয়েছে। ওয়াং ওয়েকুও এ সব পুরানো ছবি তাঁর মালিককে দিতে চান। ইংরেজি বিভাগের ওয়াং ওয়ে এসব ছবি দিয়ে একটি ছোট ভিডিও তৈরী করেন। তিনি আমাদের ওয়েবসাইট, মোবাইল ও ওয়েইবোর মাধ্যমে এসব ছবির মালিককে খুঁজে পেয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, "তিন মাসের চেষ্টার মাধ্যমে গত মার্চ মাসে একজন ওয়েবসাইট ব্যবহারকারী আমাকে জানিয়েছেন, এসব ছবি হয়ত নরওয়ে'র একজন নায়িকা ও তাঁর মেয়ের। এরপর কোনো কোনো ওয়েবসাইট ব্যবহারকারী নরওয়ে'র গণমাধ্যমের সহায়তায় এসব ছবির মালিক জোয়ান্না সিসনকে খুঁজে পেয়েছে। জোয়ান্না আমাদেরকে এক ইমেলে জানিয়েছেন যে, তিনি চীনে আসবেন। ওয়াং ওয়েকুও আশা করি, তখন নিজে এসব ছবি তাঁকে দিতে পারবেন।"
ওয়াং ওয়েকুও ও জোয়ান্নার মনে এ সুন্দর স্মৃতি ও মৈত্রীর সম্পর্ক আজীবন থাকবে। কিন্তু আমাদের ওয়েবসাইট ব্যবহারকারী ও শ্রোতাদের আমাদেরকে দেয়া সহায়তাও আমাদের মনে আজীবন জাগরুক থাকবে।
সুপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদের সঙ্গে অসংখ্যবার এ ধরণের সুন্দর গল্প হয়েছে। প্রতিদিন আমরা আপনাদের কাছে থাকি। আশা করি, আমরা হবো আপনাদের আজীবনের ঘনিষ্ঠ বন্ধু।
(ছাই ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |