Web bengali.cri.cn   
যে সব বন্ধুদের সাথে কখনো দেখা হয় নি
  2011-09-21 15:47:11  cri

(শ্রোতাদের চিঠিগুলো)

এ কন্ঠটি আফ্রিকান শ্রোতার জন্য বেশি অপরিচিত না। এটি হল সিআরআই'র সওয়াহিলি বিভাগের পুরানো ঘোষক ছেন লিয়ানইং'র গত শতাব্দীর ৮০'র দশকে রেকর্ড করা কণ্ঠ। প্রায় ৪০ বছরে আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার অনেক শ্রোতা প্রতিদিন সিআরআই'র সওয়াহিলির অনুষ্ঠান শুনেন। তাঁরা ছেন লিয়ানইংকে একটি খুবই ঘনিষ্ঠ নাম দিয়েছেন যে মামা ছেন। ছেন লিয়ানইং একটি ছোট গল্প আমাদেরকে জানিয়ে বলেন, "কোনো একদিন আমরা কেনিয়ায় জাতিসংঘের একটি সংস্থা পরিদর্শন করছিলাম। যখন আমি মাত্র একটি বাক্য বলি, তখনই সেখানকার আফ্রিকান মানুষজন আমার কন্ঠ চিনে ফেলে। তাঁরা সবাই আমার কন্ঠ চিনেন। এবং আমাকে একসাথে ডাকছিলেন, মামা ছেন বলে।"

সিআরআই'র ইতিহাস প্রদর্শনী কেন্দ্রে প্রতিটি বিভাগের একটি করে প্রদর্শনী ক্ষেত্র রয়েছে। তার প্রতিটিতে সে দেশের শ্রোতাদের পাঠানো উপহার ও ছবি রয়েছে। এসব উপহারে শ্রোতাদের অভিনন্দন দেখা যায়।

ভিয়েতনামের ভাষা বিভাগের প্রদর্শনী স্টলে একটি গভীর লাল রঙের পতাকা রয়েছে। এ বিভাগের পরিচালক, উ চাওইং আমাদেরকে এ পতাকার গল্প জানিয়ে বলেছেন, "১৯৯৫ সালে ভিয়েতনাম ভাষা বিভাগ প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী হো চি মিং শহরের একজন শ্রোতা ফাম থি মিনহ ত্রাং নিজের তৈরী করা। এ পতাকার মাঝখানে সিআরআই'র লোগো সূচীকর্ম করা। শ্রোতারা হল আমাদের ভাল অনুষ্ঠান তৈরী করার কারণ।"

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040