Web bengali.cri.cn   
যে সব বন্ধুদের সাথে কখনো দেখা হয় নি
  2011-09-21 15:47:11  cri

(ভিয়েতনামী ভাষা বিভাগের পরিদর্শন ক্ষেত্র)

প্রতি শীতকালে ভিয়েতনাম ভাষা বিভাগের সহকর্মীরা ফান থি নগোকের কথা ভাবে। যদিও ভিয়েতনাম ভাষা বিভাগের সহকর্মীদের সাথে কখনো তাঁর সঙ্গে দেখা হয় নি, তবুও তাঁরা হলেন ঘনিষ্ঠ বন্ধু। এ গল্প ২০০৭ সালের শীতকালে ছিল। এ সম্পর্কে উ চাওইং বলেন, "ফান থি নগোক নামের একজন শ্রোতা জানেন শীতকালে পেইচিংয়ে খুবই শীত, সেজন্য তিনি নিজেই আমাদের জন্য দশটি স্কার্ফ এবং দশটি সোয়েটার তৈরী করেছেন। এটি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে।"

১৯৬১ সালে প্রতিষ্ঠিত জাপানের পেইচিং বেতার শ্রোতা সমিতি হল সিআরআই'র প্রথম বিদেশী শ্রোতা সংঘ। এখন পর্যন্ত সারা বিশ্বে সিআরআই'র মোট ৩হাজার ১শো ৬৫টি শ্রোতা সংঘ রয়েছে। এর মধ্যে ডিএক্স, ওয়েবসাইট ও এফএম শ্রোতা সংঘ অর্ন্তর্ভুক্ত রয়েছে। এসব শ্রোতা সংঘের সদস্য হলেন সিআরআই'র আন্তরিক শ্রোতা। তাঁরা চীনা জনগণের সঙ্গে গভীর মৈত্রী রয়েছে।

সিআরআইতে একটি ২শো বর্গ মিটারের একটি সাখুলা উদ্যান রয়েছে। প্রতি বছরের এপ্রিল মাসে এখানে প্রচুর সাখুলা ফুটে। বেশি সুন্দর এবং বেশি স্নিগ্ধ। এ উদ্যানটি জাপানের নাগানো শ্রোতা সমিতি ১৯৯৬ সালে সিআরআইকে প্রদান করেন। সিআরআই'র জাপানী ভাষা বিভাগের পরিচালক এ সম্পর্কে বলেন, "নাগানো শ্রোতা সমিতির শ্রোতারা এ ২০টি সাখুলা গাছ জাপান থেকে চীনে নিয়ে এসেছেন। এখন মোট ২১টি সাখুলা গাছ রয়েছে। আরেকটি নতুন গাছ বড়ো হয়ে উঠেছে। এসব গাছ হল চীনা ও জাপানী জনগণের মৈত্রীর প্রতীক।"

শ্রোতারা সিআরআই'র অনুষ্ঠানের মাধ্যমে শুধু যে চীনের পরিবর্তনের কথা জানেন তা নয়, বরং চীনের সঙ্গে গভীর মৈত্রীর কথাও জানেন। ২০০১ সালের গ্রীষ্মকালে পেইচিং ২০০৮ সালের অলিম্পিক গেমসের আয়োজনের আবেদনকে সমর্থন করার জন্য শ্রীলংকার শ্রোতা সমিতি ৫০ হাজার শ্রোতার স্বাক্ষর সংগ্রহ করেছে এবং দু'টি বড় স্বাক্ষর বুক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতরের কাছে প্রদান করেছে। ২০০৮ সালে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর ভারতের তামিল শ্রোতা সমিতির সদস্যরা পৃথক পৃথকভাবে সমাবেদনার ইমেল পাঠিয়েছেন এবং কয়েক শো শ্রোতা চাঁদা প্রদান করেছেন।

এছাড়া, সিআরআই বিভিন্ন জ্ঞান যাচাই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে মৈত্রীকে বাড়িয়েছে। এর মাধ্যমে শ্রোতারা আরো চীন সম্পর্কে আরো বেশি জানাতে পারেন এবং চীনে ভ্রমণের সুযোগ পেয়েছেন। এ সম্পর্কে ছেন লিয়ানইং বলেন, "চীন-তানজানিয়া সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী সম্পর্কিত জ্ঞান যাচাই প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমাদের আমন্ত্রণে ৫জন শ্রোতা চীনে এসে শাংহাই বিশ্বমেলা পরিদর্শন করেছেন। আমরা অনুষ্ঠানে তাঁদের চীনে ভ্রমণের বিষয় প্রচার করেছি। স্থানীয় শ্রোতারা পৃথক পৃথকভাবে চিঠিতে তাঁদেরকে অভিনন্দন জানান। তাঁরা চিঠিতে বলেন, সিআরআই'র অনুষ্ঠান শোনার কারণ হল চীনের সঙ্গে যোগাযোগ ও মৈত্রী বজায় রাখা।"

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040