Web bengali.cri.cn   
চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংকের মুম্বাই শাখা ব্যাংখ খোলা
  2011-09-16 20:23:10  cri

চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংক হচ্ছে বর্তমানে বিশ্বের বাজার মূল্য ও মুনাফা সবচেয়ে বেশি, খরিদ্দারদের আমানত টাকার পরিমাণ ও মার্কার মূল্য সব প্রথম স্থান অধিকারী শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি ব্যাংক। শিল্প ও বাণিজ্য ব্যাংক তার দেশে-বিদেশের ১৬ হাজারটি শাখা ব্যাংক ও ১৫০০টিরও বেশি নিযুক্তক ব্যাংক ও ইলেকট্রনিক ব্যাংকের মাধ্যমে বিশ্বের ৪০ লাখেরও বেশি কোম্পানি খরিদ্দার ও ২৬ কোটি ব্যক্তিগত খরিদ্দারের কাছে সর্বক্ষেত্রের আর্থিক পণ্য ও সেবা দেয়। ২০১০ সালের শেষ নাগাদ পর্যন্ত শিল্প ও বাণিজ্য ব্যাংকের মোট সম্পদ ২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, সে সালে শুল্ক আদায়ের পর অর্জিত মুনাফা ২৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। মোট ১ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের আন্তর্জাতিক নিষ্পত্তি ব্যবসা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে শিল্প ও বাণিজ্য ব্যাংক খরিদ্দার ও বাজার বিশ্বায়নের চাহিদা মেটানোর জন্য তার আন্তর্জাতিকীকরণের পদক্ষেপ দ্রুততর করেছে। এ পর্যন্ত ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে ২২০টিরও বেশি শাখা সংস্থা স্থাপন করেছে এবং প্রধান প্রধান আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রগুলো আর চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান অঞ্চলকে আওতা করেছে।

চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংকের গর্ভণর ইয়াং খাই শেং বলেন, শিল্প ও বাণিজ্য ব্যাংকের মুম্বাই শাখা ব্যাংকের প্রতিষ্ঠা দু'দেশের আর্থিক সহযোগিতা ব্যবস্থা আরো সুসম্পন্ন করেছে। এর আগে ভারতের কিছু বাণিজ্য ব্যাংক চীনের মূলভূভাগে শাখা সংস্থা বা প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠা করেছে। কিন্তু চীনের মূলভূভাগের কোন ব্যাংক ভারতের বাজারে প্রবেশ হতে পারে নি।

ভারতের অনেক স্থানীয় ব্যাংক এবারের শিল্প ও বাণিজ্য ব্যাংকের শাখা ব্যাংক খোলার প্রতি স্বাগত জানিয়েছে। ভারতের বৃহত্তম বাণিজ্য ব্যাংক – ভারতের জাতীয় ব্যাংকের বিদেশী ব্যবসায় বিষয়ক প্রধান ব্যবস্থাপক বলেন, তাঁরা শিল্প ও বাণিজ্য ব্যাংকসহ সকল চীনের পুঁজি বিনিয়োজিত আর্থিক সংস্থার সঙ্গে নানা ক্ষেত্রের সহযোগিতা করতে ইচ্ছুক।

১৯৯৮ সালে ভারতের জাতীয় ব্যাংক শাংহাইয়ে প্রতিনিধি কার্যালয় স্থাপন করে এবং ২০০৪ সালে শাখা ব্যাংক উন্নীত করেছে। এখন এ ব্যাংক তার থিয়েনচিন প্রতিনিধি কার্যালয়কে শাখা ব্যাংক রূপান্তর করার আবেদন করছে।

ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং ইয়ান উল্লেখ করেন, শিল্প ও বাণিজ্য ব্যাংকের মুম্বাই শাখা ব্যাংকের প্রতিষ্ঠা থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীন ও ভারতের অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য ও প্রকল্পের ঠিকা থেকে আর্থিক বিনিয়োগ ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। বলা যায়, এ থেকে দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মান উন্নত হয়েছে। এটা অবশ্যই চীন ও ভারতের সম্পর্কোন্নয়নের ওপর গভীর প্রভাব ফেলবে।

সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনার প্রসঙ্গে ইয়াং খাই শেং আশা প্রকাশ করেন, ভারতের ব্যাংকিং শিল্পের বন্ধুরা, শিল্প ও বাণিজ্য ব্যাংককে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে না করে, একটি আন্তরিক সহযোগিতার অংশীদার মনে করবে। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য ব্যাংক ভবিষ্যতে মুম্বাই শাখা ব্যাংকের প্রায় ৩২ শতাংশ সম্পদের ব্যবসায় বিদ্যুত, টেলিযোগাযোগ ও অবকাঠামো নির্মাণসহ ভারত সরকারের নির্ধারিত উন্নয়নের অগ্রাধিকার খাতে দেয়া হবে। এটা কেবল ভারতের তত্ত্বাবধানের নিয়মের সঙ্গে খাপ খায় তা নয়, বরং এর মধ্য দিয়ে চীনের বিনিয়োজিত সংস্থাগুলো ভারতে শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব পালনের পদ্ধতি। (ইয়ু / শান্তা)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040