শান্তি ও সমৃদ্ধিমুখী কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের পটভূমিতে চীন ও ভারত তাদের সেনাবাহিনীর সম্পর্কে আরও সামনে এগিয়ে নিতে চায়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়া ইয়ু চুন ২৯ জুন এ কথা বলেছেন।
তিনি বলেন, গত বছর দুদেশের সেনাবাহিনীর যোগাযোগ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। কিন্তু দুদেশ বরাবরই সংলাপ ও বৈঠক করে একটি ভালো উপায় বের করার প্রচেষ্টা চালায় এবং অবশেষে ঐকমত্যে পৌঁছায়।
বর্তমানে ভারতের সীমান্ত বাহিনীর একটি প্রতিনিধিদল চীন সফর করছে। উভয় পক্ষই বলছে, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং দু বাহিনীর মধ্যকার আদান-প্রদান জোরদার করার লক্ষ্যে তারা যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবারের সফর পারস্পরিক আস্থা বাড়াবে এবং দুবাহিনীর সম্পর্ক আরও সামনে এগিয়ে নেবে বলে উভয় বাহিনী আস্থাশীল। (ওয়াং তান হোং)