Web bengali.cri.cn   
চীনের শহরের তালিকা-২০১১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান (ছবি)
  2011-09-16 20:15:08  cri

চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই অনলাইনের উদ্যোগে আয়োজিত "চীনের শহরের তালিকা-২০১১" এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। পেইচিং, ছেংতু, সিআন, নানচিং, লাসা, দালি, কুয়াংচৌ, কুইলিন, পিংইয়াও ও ছিংতাও এ দশটি শহর সারা বিশ্বের নেট-নাগরিকদের সুপারিশ করা 'চীনের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক শহরের' খেতাব অর্জন করেছে।

সিআরআই অনলাইনের বহু ভাষার ওয়েবসাইট আর দেশি-বিদেশী সহযোগী তথ্য মাধ্যমগুলো মোবাইল ফোন ও ইন্টারনেটে ভোট দেয়ার পদ্ধতিতে চীনের বিখ্যাত সাংস্কৃতিক শহরের ওপর বিশ্বের নেট-নাগরিকদের মূল্যায়ন সংগ্রহ করেছে। চীনের শহরের তালিকা-২০১১ এর উদ্দেশ্য হলো চীনা জাতির বহুবিধ সংস্কৃতি ও চীনের শহরগুলোর নানা সৌন্দর্য প্রচার করা। সিআরআই অনলাইনের ইংরেজী, ফরাসী, জাপানী, রুশ, বাংলা, হিন্দিসহ ২৬টি ভাষার ওয়েবসাইট এ কর্মসূচির জন্য বিশেষ ভোটদান পৃষ্ঠা খুলেছে। বেশ কিছু বিদেশী তথ্য মাধ্যম একই সময় যৌথ সহযোগিতা করেছে। অল্প দু'মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৫৭ লাখ ৬০ হাজারটি ভোট পেয়েছে। এর মধ্যে ৬৫.৮৪ শতাংশ ভোট বিদেশী ভোটদাতারা দিয়েছে।

চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেং নিয়েন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন।

চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেং নিয়েন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, 'সংস্কৃতি কোন বিমূর্ত বিষয় নয়। শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলোর মধ্যে তা প্রতিফলিত হয়। যেমন পেইচিংয়ের নিষিদ্ধ নগরী, দালির সানতা মন্দির। সংস্কৃতি শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেও প্রতিফলিত হয়। যেমন সিআনের ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা আর নানচিংয়ের ইয়ুনচিন নামক রেশমি কাপড়। সংস্কৃতি শহরের অধিবাসীদের ওপরও দেখা যায়। যেমন ছেংতুবাসীদের শান্ত আচরণ ও কুয়াংচৌবাসীদের ফ্যাশন সচেতনতা। এসব সংস্কৃতি দেখা যায়, স্পর্শ করা যায়। এসব উপাদানে শহরের সংস্কৃতি গঠিত হয়। আমরা আশা করি, এ কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন দেশের বন্ধুরা, নিজের পরিচিত ভাষায় নিজের পছন্দের পদ্ধতিতে চীনের সুন্দর দৃশ্য অনুভব করতে পারেন, বন্ধুভাবাপন্ন চীনা জনগণকে জানতে পারেন এবং চীনের সংস্কৃতিকে বুঝতে পারেন।'

এবারের চীনের শহরের তালিকা চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় পর্যটন ব্যুরোর নির্দেশে চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই অনলাইন আয়োজন করেছে। এ কর্মসূচি দেশে বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের ব্যাপক মনোযোগ ও প্রশংসা পেয়েছে। রাশিয়া, ভারত, বাংলাদেশ, ক্যানাডা, জাপান, পোল্যান্ড, ইসরাইল, মালোয়েশিয়া, আলজেরিয়াসহ চীনের নানা দেশের কূটনীতিবিদরা এর ইতিবাচক মূল্যায়ন করেছেন।

চীনে থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার ওয়ারাউদ ছুভিরুচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, 'চীন আন্তর্জাতিক বেতার এমন একটি উদ্ভাবনশীল অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের জন্য চীনের উজ্জ্বল ও বৈচিত্র্যময় শহুরে সংস্কৃতি জানানোর জানালা খুলেছে। এর মধ্য দিয়ে বিভিন্ন দেশের সীমারেখা অতিক্রম করে পরস্পরকে জানার সুযোগ সৃষ্টি হয়।'

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর দশ বারোটি বিদেশী তথ্য মাধ্যমের সংবাদদাতারা পেইচিং, ছেংতু, নানচিং ও সুচৌ সফর করবেন। তাঁরা নিজের আসল অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন দেশের নেট-নাগরিকদের কাছে চীনের শহরগুলোর বৈশিষ্ট্যপূর্ণ আকর্ষণীয় শক্তির প্রচার করবেন। (ইয়ু / শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040