Web bengali.cri.cn   
'২০১০ সালে চীনের শীর্ষ শহর তালিকা' প্রকাশিত
  2010-12-24 19:02:50  cri
সম্প্রতি "২০১০ সালে চীনের শীর্ষ শহর তালিকা—সারা বিশ্ব নেট ব্যবহারকারীদের নির্বাচিত চীনের শীর্ষ পর্যটন শহর" শীরোনামে অনলাইন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ২৮ ডিসেম্বর "চীনের শীর্ষ শহর তালিকা" অনুষ্ঠানের উদ্যোক্তা পেইচিং গণ মহাভবনে "চীন আন্তর্জাতিক বেতারের বহু ভাষায় পর্যটনকে জনপ্রিয় করে তোলার মঞ্চ চালু অর্থাত্ ২০১০ সালে চীনের শীর্ষ শহর তালিকার পুরস্কার প্রদান" অনুষ্ঠান আয়োজন করবে। তখন রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ও রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর কর্মকর্তা, সি আর আইয়ের কর্মকর্তা, পর্যটন শিল্পের বিশেষজ্ঞ, পুরস্কার পাওয়া দশটি শহরের প্রতিনিধি, চীনে নিযুক্ত বেশ কয়েকটি দেশের কূটনীতিক, বিশ্বে বাছাই করা দশজন নেট ব্যবহারকারী এবং দেশ বিদেশের দশ-বারোটি তথ্যমাধ্যম এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন।

"২০১০ সালে চীনের শীর্ষ শহর তালিকা—সারা বিশ্ব নেট ব্যবহারকারীদের নির্বাচিত চীনের শীর্ষ পর্যটন শহর" নির্বাচন অনুষ্ঠান ১২ এপ্রিল শুরু হয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের ওয়েবসাইটের উদ্যোগে এ নির্বাচন আয়োজিত হয়। এ আয়োজন দেশের ৮০টিরও বেশি শহরকে এতে অংশগ্রহণে আকর্ষণ করতে সক্ষম হয়। এর উদ্দেশ্য হলো চীনের পর্যটন শহরগুলোকে বিদেশে জনপ্রিয় করে তোলার একটি মঞ্চ সৃষ্টি করা এবং বিশ্বে চীনের পর্যটন শহরের প্রভাব বাড়ানো।

এ অনুষ্ঠান শুরু হওয়ার পর সাত মাসে সারা বিশ্বের নেট ব্যবহারকারীদের ভোটে তুমুল প্রতিযোগিতার মধ্যদিয়ে হারবিন, হাংচৌ, হুয়াংশান, চিনান, কাশি, লিচিয়াং, লুও ইউয়াং, সান ইয়া, সুচৌ ও সিআন এ দশটি চীনের সবচেয়ে বৈচিত্রময় পর্যটন শহর নির্বাচন তালিকার প্রথম দশটি স্থান পায়। ইয়ুন নান প্রদেশের লি চিয়াং শহরের প্রচারণা মন্ত্রী কুও হুয়া মনে করেন, এ অনুষ্ঠান লি চিয়াং শহরের পর্যটন উন্নয়নের জন্য খুব ভালো মঞ্চ দিয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের ওয়েবসাইট নতুন তথ্যমাধ্যম এবং উচ্চপ্রযুক্তিকে যুক্ত করে চীনের পর্যটন উন্নয়নের নতুন চিন্তাধারা সৃষ্ট করেছে। তিনি বলেন:

"ওয়েবসাইটে তথ্য সম্প্রচারের গতি অনেক দ্রুত। বলা যায়, এখন ওয়েবসাইট আমাদের জীবনের একটি অংশে পরিণত হয়েছে। লি চিয়াং শহর ওয়েবসাইটের কার্যের ওপর গুরুত্ব দেয়। এ পর্যটন শহর নির্বাচন অনুষ্ঠান খুব ভালো। তা আমাদেরকে সারা বিশ্বের কাছে নিজের নাম তুলে ধরার একটি সুযোগ দিয়েছে।"

পরিসংখ্যান অনুযায়ী, চূড়ান্ত নির্বাচন পর্যায়ে মোট ৫৬ লাখেরও বেশি ভোট পড়ে। চীন আন্তর্জাতিক বেতারের উপ প্রধান সম্পাদক মা উই কুং বলেন:  

"এবার অনুষ্ঠান দেশ বিদেশের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভোটদানে অংশ নেয়া বিদেশি তথ্যমাধ্যমের সংখ্যা ৩১টি। ৫৬ লাখেরও বেশি ভোটের মধ্যে বিদেশের ভোটই ৯২ শতাংশ। এমন ফলাফল আমাদের লক্ষ্য বাস্তবায়ন করেছে।"

(শুয়েই ফেইফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040