পাকুও রাস্তা তিব্বতের লাসা শহরের পুরোনো অঞ্চলে অবস্থিত। এ রাস্তা হচ্ছে লাসা শহরের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। এখানে অপেক্ষাকৃত সম্পূর্ণভাবে প্রাচীন নগরের এতিহ্যবাহী চেহারা ও বসবাসের পদ্ধতি সংরক্ষিত রয়েছে। প্রথমে দাচাও মন্দির নির্মাণের জন্য এই পাকুও রাস্তা নির্মিত হয়। পরে দাচাও মন্দির উন্নয়নের সাথে সাথে পাকুও রাস্তাও ধাপে ধাপে বিকশিত হয়েছে। এ পর্যন্ত এ রাস্তার ইতিহাস হলো ১৩০০ বছরের।
এখন পাকুও রাস্তায় ধর্মাবলম্বীরা ঘুরে ঘুরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন। পর্যটকরা এ রাস্তায় তিব্বতের বৈশিষ্ট্যপূর্ণ নানা হস্তশিল্প পণ্য বাছাই করতে পারেন এবং একই সাথে তিব্বতের স্থানীয় খাবার খেতে পারেন। পাকুও রাস্তায় হাজার হাজার ধরনের পণ্য পাওয়া যায়। মহিলাদের পছন্দের অলংকারের পাশাপাশি পুরুষদের পছন্দের তিব্বতী ছুরিও আছে।