Web bengali.cri.cn   
রহস্যময় আলির মনোরম দৃশ্য (ছবি)
  2011-06-23 15:18:41  cri

আলির তৃণভূমি ও বরফপাহাড়

তিব্বত মালভূমিতে এক সুন্দর ও রহস্যময় ভূমি আলি। সাম্প্রতিক বছরগুলোতে আলি অঞ্চলের পর্যটন শিল্প উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হয়েছে এবং এতে স্থানীয় কৃষক ও পশুপালকদের আয় অনেক বেড়েছে।

আলি খুনসু বিমান বন্দর

আলি তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত; লাসা থেকে এর দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার। আলির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার ওপর। তাকে পৃথিবীর ছাদের ছাদ বলে অভিহিত করা হয়। আলি অঞ্চলে পর্যটন সম্পদ প্রচুর। এখানে বিশ্ব পর্যায়ের পাঁচটি এবং জাতীয় পর্যায়ের ১৮টি দর্শনীয় স্থান রয়েছে। এখানে নদী, হ্রদ, পাহাড় ও তৃণভূমিসহ নানা ধরনের দৃশ্য দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে আলি অঞ্চলের পরিবহন ব্যবস্থার নির্মাণ কাজ জোরদার করা হয়েছে। খুনসা বিমান বন্দর ও ২১৯ নম্বর রাষ্ট্রীয় সড়ক চালু হওয়ার পর আলি অঞ্চলে পরিবহনের নতুন কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এটা এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছে।

আলির সড়কপথ

২০১০ সালে আলিতে মোট ৬১ হাজার দেশি-বিদেশি পর্যটককে অভ্যর্থনা জানানো হয়, যাদের মধ্যে প্রায় অর্ধেক ছিলেন বিদেশী পর্যটক। অঞ্চলের পর্যটনের মোট আয় দাঁড়ায় ৬ কোটি ১০ লাখ ইউয়ান রেনমিনপি। এ অঙ্ক ১৯৮৮ সালের পরিমাণের তুলনায় ৫১ গুণ। (ইয়ু কুয়াং ইউয়ে)

বানকোং হ্রদের তীরে বন্য পাখি

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040