Web bengali.cri.cn   
এখন তিব্বতের লোকসংখ্যা ৩০ লাখ
  2011-06-16 17:59:01  cri
গত পাঁচ বছরে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের অন্যান্য ১৮টি প্রদেশ ও শহর থেকে ৪৯ কোটি ইউয়ান বেশী চিকিত্সা সরঞ্জাম, ঔষধ, ত্রাণসামগ্রী, অফিসের ব্যবহৃত জিনিসপত্র, পরিবহনের যন্ত্রপাতি ও আর্থিক সাহায্য পেয়েছে।

খবরে বলা হয়,২০১০ সালের শেষ দিক পর্যন্ত তিব্বতের নানা পর্যায়ের হাসপাতালের সংখ্যা ১৩০০টিরও বেশী এবং চিকিত্সক ও নার্সদের সংখ্যা ১২ হাজারেরও বেশী যা ১৯৫১ সালের শান্তিপুর্ণ মুক্তির পুর্ববতীকালের চেয়ে যথাক্রমে ৪৫০ গুণ ও ১২৩ গুণ বেড়েছে। তিব্বতের চিকিত্সা ব্যবস্থার উন্নতির সংগে সংগে তিব্বতীদের গড়পড়তা আয়ু ৬৭ বছরে উন্নীত হয়েছে। ১৯৫১ সালে তিব্বতের লোকসংখ্যা ছিল মাত্র ১১লাখ ৪০ হাজার এবং তা বাড়তে বাড়তে এখন ৩০ লাখ হয়েছে। সিংহুয়া

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040