চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সবচেয়ে বড় জলবিদ্যুত্ কেন্দ্র লিনচি লাওহুজুই জলবিদ্যুত্ কেন্দ্র ১৭ জুন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। যা তিব্বতের দক্ষিণপূর্বাঞ্চলের জ্বালানী সম্পদএর ঘাঁটি নির্মাণের জন্য ভিত্তি সৃষ্টি করেছে।
১ বিলিয়ন ২৮ কোটি ৮০ লাখ ইউয়ান বরাদ্দ করা এ জলবিদ্যুত্ কেন্দ্র লাসার ৩৪৩ কিলোমিটার দূরে অবস্থিত। ২০০৭ সাল থেকে তার নির্মাণ কাজ শুরু হয়। এ জলবিদ্যুত্ কেন্দ্রের দক্ষতা ১.০২ লাখ কিলোওয়াট। তা চালু হওয়ার পর প্রতিদিন ২৫ লাখ থেকে ২৬ লাখ কিলোওয়াট বিদ্যুত্ সম্পদ লাসায় সরবরাহ করা যাবে।
(সুবর্ণা)