Web bengali.cri.cn   
হাইইউয়ুন গ্রামের পুনর্গঠনে আধুনিক কৃষি প্রযুক্তিগত সহায়তা প্রদান
  2011-04-22 18:23:00  cri

শাকসবজি চাষের চাঁদোয়া

চীনের সিছুয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলের সমতল ভুমি প্রাচীনকাল থেকেই সুবিধাজনক জলসেচ ব্যবস্থা ও উর্বর জমির কারণে চীনের একটি গুরুত্বপূর্ণ কৃষিজাত পণ্যের উত্পাদন কেন্দ্র ছিল। তুচিয়াংইয়ান শহরের পূর্বাঞ্চলের হাইইউয়ুন গ্রামটি ঠিক এ সমতল ভূমিতে অবস্থিত। দুঃখের বিষয় হলো, তিন বছর আগে ঘটে যাওয়া ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্প গ্রামবাসিদের টিকে থাকার স্বদেশভূমি ধংস করেছে। সেখানকার ঐতিহ্যিক কৃষি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের পর শাংহাই সুনছিয়াও আধুনিক কৃষি প্রযুক্তির দৃষ্টান্ত উদ্যান সহায়তাকারী সংস্থা হিসেবে হাইইউয়ুন সে গ্রামে গিয়ে স্থানীয় দুর্গত কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব স্বদেশভূমি পুনর্গঠনে সাহায্য প্রদানসহ সেখানে একটি আধুনিক কৃষি প্রযুক্তির দৃষ্টান্তমূলক উদ্যান প্রতিষ্ঠা করেছে। তিন বছর প্রচেষ্টার পর হাইইউয়ুন গ্রাম একটি আধুনিক কৃষি স্থাপনার অধিকারী বাসযোগ্য গ্রামে পরিণত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

কৃষকদের উদ্যান

হাইইউয়ুন গ্রামের কৃষকের বাড়ি

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040