Web bengali.cri.cn   
নতুন পেইছুয়ান মাধ্যমিক বিদ্যালয়
  2011-04-22 18:08:31  cri

 নতুন পেইছুয়ান মাধ্যমিক বিদ্যালয়ের বহু শিক্ষাভবন সব একই নিময় অনুযায়ী নির্মিত হয়

১২ মে ঘটে যাওয়া সাম্প্রতিককালের ভয়াবহ ভূমিকম্পে চীনের সিছুয়ান প্রদেশের পেইছুয়ান মাধ্যমিক বিদ্যালয়ের দুটি পাঁচতলা শিক্ষা ভবন বিধ্বস্ত হয়ে যায়। এতে এক হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে। ভূমিকম্পের পরপরই দেশে ও বিদেশে বসবাসরত চীনা বংশোদ্ভুত, হংকং ও ম্যাকাওয়ের স্বদেশবাসী, বিদেশ থেকে ফিরে আসা প্রবাসী চীনারা পর পর সাহায্যের হাত বাড়িয়েছেন। নতুন পেইছুয়ান মাধ্যমিক স্কুল পেইছুয়ান জেলার নতুন নগরে অবস্থিত। এটা পেইছুয়ান জেলার একমাত্র সম্পূর্ণ আবাসিক মাধ্যমিক বিদ্যালয়। ভূমিকম্পের পর পুনর্প্রতিষ্ঠিত পেইছুয়ান মাধ্যমিক বিদ্যালয়টিকে চীনাদের আত্ম-উপলব্ধি উন্নয়নের অন্যতম প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

শিক্ষাভবনের একতলার চওড়া বারান্দা

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040