|
ফাংথিং ছিচি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ভবন
চীনের সিছুয়ান প্রদেশের শিফাং জেলার ফাংথিং মাধ্যমিক বিদ্যালয়ের ভবনগুলো ১২ মে'র ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়। ভূমিকম্পের পর চীনের তাইওয়ান ছিচি দাতব্য তহবিলের সহায়তায় শিফাং ফাংথিং ছিচি মাধ্যমিক বিদ্যালয়টি নতুনভাবে পুনর্নির্মাণের পর ২০১০ সালের সেপ্টেম্বরে চালু হয়। এখন এ বিদ্যালয়ে মোট ২১টি ক্লাসে ১০৭৯ জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে।
আনন্দময় পরিবেশে শিক্ষাগ্রহণকারী ছাত্রছাত্রী
২০ এপ্রিল সিআরআই'র সংবাদদাতা ছিচি মাধ্যমিক বিদ্যালয়টি পরিদর্শনের সময় দেখেন যে, ছাত্রছাত্রীরা বিশেষ আগ্রহের সাথে তাদের ক্লাস করেছে। ছাত্রছাত্রীরা নিজ নিজ পছন্দ মতো নানা তত্পরতার মাধ্যমে শিক্ষাগ্রহণ করছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
ছাত্রছাত্রীর হাতে তৈরি চীনা বন্ধন
| ||||
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |