উচ্চ পর্যায়ের বিনিময় দু’পক্ষের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
2021-11-26 18:27:34

উচ্চ পর্যায়ের বিনিময় দু’পক্ষের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে_fororder_zhongfei2

নভেম্বর ২৬: নয়া চীন প্রতিষ্ঠার পর চীন ও আফ্রিকা সবসময় পরস্পরের ভালো বন্ধু, ভালো অংশীদার ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে ভূমিকা রেখেছে। উচ্চ পর্যায়ের বিনিময় দু’পক্ষের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০০৬ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে চীন-আফ্রিকা নতুন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের জোহানেসবার্গ শীর্ষসম্মেলনে চীন-আফ্রিকার সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। ২০১৮ সালের চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে আরও ঘনিষ্ঠ চীন-আফ্রিকা অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

দু’পক্ষের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করেছেন; যা রাজনৈতিক আস্থা জোরদার করেছে, অভিন্ন স্বার্থ রক্ষা করেছে এবং উন্নয়ন বাস্তবায়নে শক্তিশালী রাজনৈতিক নিশ্চয়তা দিয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চি পিং আফ্রিকান বন্ধুদের সঙ্গে আন্তরিকতার ভিত্তিতে গভীর মৈত্রী স্থাপন করেছেন। শীর্ষনেতার কূটনীতি  দু’পক্ষের সম্পর্ক উন্নয়ন জোরদার করেছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)