বিশেষ কর্মসূচিতে করোনা টিকার দ্বিতীয় ডোজ পাচ্ছে ৮০ লাখ মানুষ
2021-10-28 19:29:35

বিশেষ কর্মসূচিতে করোনা টিকার দ্বিতীয় ডোজ পাচ্ছে ৮০ লাখ মানুষ_fororder_1

ঢাকা, অক্টোবর ২৮: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। প্রয়োজনে বিকেল নিবন্ধনকারীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে বিকেল ৩টার পরও কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন চলমান আছে। ক্যাম্পেইনে শুধু দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে এবং বৃহস্পতিবারের মধ্যেই এ কার্যক্রম শেষ করা হবে বলে জানায় অধিদপ্তর।  
গেল ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এবার শুরু হলো দ্বিতীয় ডোজের কার্যক্রম। 
অভি/ সাজিদ