এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু
2021-10-27 20:26:58

এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু_fororder_3

অক্টোবর ২৭: এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে বৈজ্ঞানিক অধিবেশন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। 
বর্তমানে স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে রেজিস্ট্রেশন চলছে বলে মন্তব্য করেন দীপু মনি। পাঠদান কার্যক্রমের গতি স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এসব শিক্ষার্থীকে গণটিকা দেয়া শুরু হবে ৩০ অক্টোবর। 
এরই মধ্যে পরীক্ষামূলকভাবে গত ১৪ অক্টোবর মানিকগঞ্জ জেলায় ১০০ শিক্ষার্থীকে করোনা প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। বড় পরিসরে স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিন ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। 
তানজিদ/শান্তা