প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত আর নেই, প্রধানমন্ত্রীর শোক
2021-10-27 20:25:01

প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত আর নেই, প্রধানমন্ত্রীর শোক_fororder_1

অক্টোবর ২৭: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার আর নেই।
সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাধারণ মানুষকে আইনি সহায়তা দেয়ার জন্য তিনি গরীবের আইনজীবী নামে পরিচিত ছিলেন। তাঁর জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
আব্দুল বাসেতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে আইনি সহযোগিতা প্রদানের পাশাপাশি আইন অঙ্গনে আব্দুল বাসেতের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মাহমুদুল হাসান এবং আইনমন্ত্রী আনিসুল হক আব্দুল বাসেতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। 
মাহমুদ হাশিম/শান্তা