বাংলাদেশে পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার
2021-10-27 20:28:18

বাংলাদেশে পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার_fororder_4

অক্টোবর ২৭: বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে দেশটির সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সঙ্গে পুঁজিবাজারকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে সেখানে বুঝে-শুনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। 

বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অর্থনীতি যত শক্তিশালী হবে, পুঁজিবাজার তত মজবুত হবে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, এ কাজে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাপোর্ট দেওয়া হবে।
 পুঁজিবাজারে সাম্প্রতিক দরপতনের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, ‘এই বাজারে লাভ-লোকসান দুটোই আছে। কেউ যদি শুধু লাভের আশায় বিনিয়োগ করেন, তাহলে ঠিক হবে না। এখানে ঝুঁকি আছে, এটা মেনেই বিনিয়োগ করতে হবে তাকে। সুতরাং আমি বলব, আপনারা দেখেশুনে বিনিয়োগ করুন।’ 
তানজিদ/শান্তা