বিএনপির ‘শান্তি সমাবেশ’ শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৩০
2021-10-26 20:11:33

বিএনপির ‘শান্তি সমাবেশ’ শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৩০_fororder_4

অক্টোবর ২৬: রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে ‘শান্তি সমাবেশ’ করেছে । তবে শান্তি সমাবেশ শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে দলটির নেতাকর্মীদের। এতে পুলিশসহ আহত হন বেশ ক’জন। বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট একটি ট্রাকে শান্তি সমাবেশ শুরু করে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আহ্বান এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তার বক্তব্য শেষ হওয়ার পর নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোলে নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 
বিএনপি মহাসচিব পুলিশি হামলার নিন্দা করেন ও আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তবে পুলিশ বলেছে, সমাবেশের পর মিছিল করার অনুমতি ছিল না বিএনপির।
মাহমুদ হাশিম/শান্তা