বছরের প্রথম তিন প্রান্তিকে চীনা অর্থনীতিতে সামষ্টিক পুনরুদ্ধারের ধারা বজায় থেকেছে
2021-10-18 16:16:15

 

অক্টোবর ১৮: চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনা অর্থনীতিতে সামষ্টিক পুনরুদ্ধারের ধারা বজায়  থেকেছে। আজ (সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে।

প্রতিবেদন অনুসারে, বছরের প্রথম তিন প্রান্তিকশেষে চীনের জিডিপি দাঁড়ায় ৮২.৩১৩১ ট্রিলিয়ন ইউয়ানে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮ শতাংশ বেশি। তিন প্রান্তিকে চীনের পণ্যের আমদানি-রফতানি বেড়েছে ২২.৭ শতাংশ এবং বাণিজ্য-কাঠামোর উন্নতিও বজায় থেকেছে। তা ছাড়া, উক্ত সময়কালে সারা দেশে শহর ও জেলায় ১ কোটি ৪ লাখ ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ। সামগ্রিকভাবে, বছরের প্রথম তিন প্রান্তিকে চীনা অর্থনীতি স্থিতিশীলভাবে উন্নত হয়েছে।

গ্লোবালাইজেশন থিংক ট্যাঙ্ক (সিসিজি)-র একজন সিনিয়র গবেষক অর্থনীতিবিদ সু হুং ছাই চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থনীতির প্রবৃদ্ধি ৯.৮ শতাংশ হয়েছে। এর মানে, গোটা বছরের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে আশা করা যায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)