পরিবহন যোগাযোগ খাতে চীন দায়িত্বশীল মনোভাব দেখিয়েছে: সিএমজি সম্পাদকীয়
2021-10-15 19:00:54

পরিবহন যোগাযোগ খাতে চীন দায়িত্বশীল মনোভাব দেখিয়েছে: সিএমজি সম্পাদকীয়_fororder_微信图片_20211015190016

অক্টোবর ১৫: ‘আমাদের উচিত বিশ্বের উন্নয়ন প্রবণতায় বিশ্বের পরিবহন যোগাযোগে সহযোগিতা জোরদার করা, অবকাঠামোর সংযোগ স্থাপন করা, বাণিজ্যের সুষ্ঠু উন্নয়ন এবং সভ্যতার বিনিময়ের নতুন সূচনা তৈরি করা। গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও সংযোগের মাধ্যমে দ্বিতীয় জাতিসংঘ বৈশ্বিক টেকসই পরিবহন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিশ্বের সঙ্গে যোগাযোগ, যুগের সঙ্গে সংযুক্ত করে টেকসই উন্নয়নের পথে অগ্রযাত্রা” শীর্ষক মূল ভাষণে এই কথা বলেছেন। সিএমজি সম্পাদকীয় এসব উল্লেখ করেছে।

 

বর্তমানে করোনাভাইরাসের মহামারি বিভিন্ন দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি দুর্বল হয়ে পড়েছে। বিভিন্ন দেশ উন্নয়নের ভারসাম্যহীনতার মুখোমুখি হচ্ছে। এ অবস্থায়, আন্তর্জাতিক সমাজ আশা করে যে, দ্বিতীয় জাতিসংঘ বৈশ্বিক টেকসই পরিবহন সম্মেলন এসব সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।

এবারের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা ঘোষণা করেছেন। চীন আন্তর্জাতিক টেকসই পরিবহন যোগাযোগ উদ্ভাবন ও জ্ঞান কেন্দ্র স্থাপন করবে। যা বিশ্বের পরিবহন যোগাযোগ ক্ষেত্রে চীনের নতুন অবদান। আন্তর্জাতিক সমাজ এর ভূয়সী প্রশংসা করেছে।

 

সি চিন পিং বলেছেন, চীন অব্যাহতভাবে বহুপক্ষবাদের পতাকা এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের সঙ্গে যোগাযোগ ও যুগের সঙ্গে সংযুক্ত করে নিজের উন্নয়ন সাধনের পাশাপাশি বিশ্ব উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে চায় চীন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)