শনিবার চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন ৩জন চীনা নভোচারী
2021-10-14 19:39:35

শনিবার চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন ৩জন চীনা নভোচারী_fororder_d1160924ab18972bd811d09f4d473f809f510acb

অক্টোবর ১৪: চীনের শেনচৌ ১৩নং মানববাহী নভোযান আগামী শনিবার মহাকাশে পাঠানো হবে। এবারও চীনের তিনজন নভোচারী চীনের মহাকাশ স্টেশনে যাবেন ও গবেষণা কাজ করবেন। তাঁরা হলেন চাই জি কাং, ওয়াং ইয়া পিং এবং ইয়ে কুয়াং ফু।

 

চাই জি কাং হলেন মহাকাশে স্পেস ওয়াক করা চীনের প্রথম নভোচারী।

ওয়াং ইয়া পিং একজন নারী নভোচারী, তিনি শেনচৌ ১০নং মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন।

নভোচারী ইয়ে কুয়াং ফু এই প্রথমবারের মতো মানববাহী নভোযান কর্তব্যে অংশ নিচ্ছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)