১৮ বছরের কম বয়সীদের টিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
2021-10-10 17:14:04

১৮ বছরের কম বয়সীদের টিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী_fororder_5

অক্টোবর ১০: বাংলাদেশের ১৮ বছরের নিচে স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‌'স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।' ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আট কোটি লোককে ডাবল ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও চার কোটি ডাবল ডোজ টিকা দিতে সক্ষম হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলেও জানান তিনি। ১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই টিকার আওতায় আনার লক্ষ্যে সরকারের জোর প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এসময় টিকার কোনো সংকট নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তানজিদ/শান্তা