যুক্তরাষ্ট্রে মানবপাচার ও বাধ্যতামূলক শ্রম: জাতিসংঘ মানবাধিকার পরিষদে চীনের উদ্বেগ
2021-09-18 11:18:52

সেপ্টেম্বর ১৮: যুক্তরাষ্ট্রে মানবপাচার ও বাধ্যতামূলক শ্রম পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উদ্বেগ প্রকাশ করেছে চীন। গতকাল (শুক্রবার) জেনিভায় পরিষদের ৪৮তম অধিবেশনে চীনা প্রতিনিধিদলের মিনিস্টার চিয়াং তুয়ান কয়েকটি দেশের পক্ষে এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, মানবপাচার ও বাধ্যতামূলক শ্রম মানবাধিকার লঙ্ঘনকারী আচরণ, যার কুফল বেশি ভোগ করে নারী ও শিশুরা। মার্কিন ইতিহাসে দাসব্যবসা চালু ছিল। বর্তমানে দেশটিতে মানবপাচার ও বাধ্যতামূলক শ্রমের অস্তিত্ব প্রকট। প্রতিবছর যুক্তরাষ্ট্র কমপক্ষে এক লাখ বিদেশিকে শ্রম দিতে বাধ্য করে এবং বর্তমানে কমপক্ষে ৫ লাখ মানুষ সেদেশে দাসের মতো কাজ করছে।

চীনা প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক শিশুশ্রমিক ৮ বছর বয়স থেকে কৃষিকাজ করতে শুরু করে এবং আড়াই থেকে তিন লাখ নারী ও শিশু যৌনদাস হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে।  এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, মার্কিন সরকারের উপেক্ষা সেদেশের মানবপাচার ও বাধ্যতামূলক শ্রম সমস্যার মূল কারণ। যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র দেশ যে জাতিসংঘের ‘শিশু অধিকার চুক্তি’ স্বাক্ষর করেনি। এমন সব কারণে যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক শ্রমের অবসান তো ঘটেইনি, বরং দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)