যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার প্রসঙ্গে সিআরআই সম্পাদকীয়তে মন্তব্য
2021-09-18 19:39:08

সেপ্টেম্বর ১৮: গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ফ্রান্স একটি অসাধারণ পদক্ষেপ নিয়েছে। দেশটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। এই প্রথম দুই দেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেয় ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন যে, ১৫ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ঘোষিত ‘ব্যতিক্রমী গুরুতর পরিস্থিতির’ প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। সেদিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া একটি নতুন নিরাপত্তা-জোট প্রতিষ্ঠার ঘোষণা করে; অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত বিশাল মূল্যের সাবমেরিন ক্রয় চুক্তি ছিঁড়ে ফেলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠা করে।

 

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার গোপনে সহযোগিতা ফ্রান্সের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। অস্ট্রেলিয়া কয়েক বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছে। আগে এই চুক্তির জন্য ফ্রান্স অনেক চেষ্টা করেছিল। কয়েক দফা আলোচনার পর ২০১৬ সালে ওই ক্রয় চুক্তি হয়। তবে, হঠাত্ যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে ফ্রান্সের দীর্ঘ চেষ্টা ব্যর্থ হয়ে যায়। শুধু তাই নয়, গত জুন মাসে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের প্যারিস সফরে ফ্রান্স জানায় যে, ফ্রান্স-অস্ট্রেলিয়া সাবমেরিন প্রকল্প ফ্রান্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ফ্রান্স হলো যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের বন্ধু রাষ্ট্র; দুই দেশের মধ্যে মতভেদ থাকলেও আস্থা অটুট ছিল। এ ঘটনা থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র তার মিত্রদের ক্ষেত্রেও কতটা স্বার্থপর, অভদ্র ও আধিপত্যবাদী আচরণ করে থাকে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)