নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রতি ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কাদের
2021-09-18 17:33:34

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রতি ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কাদের_fororder_3

সেপ্টেম্বর ১৮: নির্বাচন কমিশন গঠন নিয়ে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় এক সভায় এ অভিযোগ করেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন মেনে কাজ করছে বলেও জানান তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। নির্বাচন কমিশন যথাসময়ে দেশের আইন অনুসারে গঠন করা হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

 

এবারও রাষ্ট্রপতির আহ্বানে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও  জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে’।

 

বর্তমান নির্বাচনে কমিশনে বিএনপি মনোনীত প্রার্থীরও সমালোচনা করেন কাদের। বলেন, ‘তাদের কিন্তু একজন এখনও আছেন। বিভিন্ন সময় তিনি নোট অব ডিসেন্ট দেন। নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিমত পোষণ করেন। এটা গণতন্ত্রের বিউটি।  একসঙ্গে বসে নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা ভেতরে করতে পারেন। কিন্তু মাঝে মাঝে বাইরে এসে তিনি যে অবস্থার সৃষ্টি করেছেন সেটা গণতান্ত্রিক রাজনীতির এবং নির্বাচন কমিশনের জন্য একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে’।

আজহার/শান্তা